অলিম্পিকে দশ ওভারের ক্রিকেট?

ছবি:

২০১৭ সালের ১৪ই ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিলো টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। নব্বই মিনিটের এই ক্রিকেট টুর্নামেন্ট দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলো।
বিশ্বের নামীদামী ক্রিকেটারদের অংশগ্রহণে সফলও হয়েছিল সেই আসর। সেই আসরে বাংলাদেশ থেকে অংশ নেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানরাও।
এবার আবারো হচ্ছে ক্রিকেটের নবীন এই সংক্ষিপ্ততম আসর। আইপিএলের শেষেই এই আসর বসার কথা রয়েছে। কেননা সামনের সেপ্টেম্বর থেকেই ব্যস্ত সূচি আছে সংযুক্ত আরব আমিরাতে।

পাকিস্তান আর আফগানিস্তান নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে তা। এছাড়া এশিয়া কাপের আসরও হবে সেপ্টেম্বরে। এদিকে টি-টেনের দ্বিতীয় মৌসুমে নতুন দুটি দল যুক্ত হচ্ছে। গতবার চারদিনে আসর শেষ হলেও এবার তা শেষ হচ্ছে ১০ দিনে।
নতুন দুটি দল হচ্ছে পাকিস্তানের ‘করাচিয়ান্স’ ও ভারতভিত্তিক দল ‘নর্দার্ন ওয়ারিয়র্স’। এছাড়া গতবারের 'টিম শ্রীলংকা ক্রিকেট' এবার ‘রাজস্থানি হিরোজ’ নামে অংশ নিচ্ছে। অলিম্পিকেও এই ধরণের আসর পাঠানো যাবে বলে বিশ্বাস আয়োজকদের,
'আমাদের লক্ষ্য হচ্ছে টি-টেন ক্রিকেটকে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের অংশ বানিয়ে ফেলা। শুরুতে আসরটি করা অনেক চ্যালেঞ্জিং ছিল। কিন্তু গতবছরই এই আসর নিজের জনপ্রিয়তা প্রকাশ করেছে। এভাবে চলতে থাকলে টি-টেন নিয়ে আমরা অলিম্পিকেও যেতে পারবো।'