নাসিরের ঝড়ো সেঞ্চুরি

ছবি:

ডিপিএলের সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে আজ লিজেন্ডস অফ রুপগঞ্জকে হারাতে পারলেই শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হবে নাসির-মাশরাফিদের আবাহনী লিমিটেড। এই সমীকরণের সামনে দাঁড়িয়ে থেকেই বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় মুশফিকদের বিপক্ষে মাঠে নেমেছে আবাহনী।
বিকেএসপির তিন নম্বর মাঠে এদিন শুরুতে টসে জিতে নাসির বাহিনীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রুপগঞ্জের অধিনায়ক নাইম ইসলাম। এরপর ব্যাটিংয়ে নেমে রীতিমত উড়ন্ত সূচনা করেছিলেন আবাহনীর দুই ওপেনার আনামুল হক এবং নাজমুল হাসান শান্ত।
১ ছয় এবং ৮ চারের সাহায্যের এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নেন বিজয়। যদিও এরপর বেশীক্ষণ আর টিকতে পারেননি তিনি। ৪৯ বলে ৫৭ রান করে পারভেজ রসুলের প্রথম শিকার হয়ে আউট হয়েছেন বিজয়।
বিজয় ফিরলে ব্যাটিংয়ে নেমেছিলেন ভারতীয় রিক্রুট হানুমা বিহারি। কিন্তু মাত্র ৬ রান করে রসুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনিও। টিকতে পারেননি উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনও। মাত্র ১ রান করে আবারো সেই রসুলের তৃতীয় শিকার হতে হয় তাঁকেও।

মিথুনের পর শান্তর সাথে ক্রিজে যোগ দিয়ে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করতে থাকেন অধিনায়ক নাসির হোসেন। এরই মধ্যে তারা দেড়শ ঊর্ধ্ব জুটিও গড়েছেন। আর এই জুটির মধ্য দিয়ে নাসির এবং শান্ত দুইজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি।
মাত্র ৮৬ বলে অপরাজিত ১১৫ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন নাসির। যেখানে রয়েছে ৩টি ছয় এবং ১৩টি চার। অপরদিকে শান্ত অপরাজিত আছেন ১০০ বলে ১০৪ রান নিয়ে (২টি ছয়, ১০টি চার)। এই রিপোর্ট লেখা পর্যন্ত আবাহনীর দলীয় সংগ্রহ ৩ উইকেটে ৩০৬ রান (৪৩ ওভার)।
আবাহনী লিমিটেড-
নাজমুল হাসান শান্ত, আনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), নাসির হোসেন (অধিনায়ক), হানুমা বিহারি, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা,
সানজামুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, সাকলাইন সজীব, সন্দ্বীপ রায়।
লিজেন্ডস অফ রুপগঞ্জ-
আব্দুল মজিদ, মোহাম্মদ নাইম, অভিষেক মিত্র, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাইম ইসলাম (অধিনায়ক),পারভেজ রসুল, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন মিলন, আসিফ হাসান, মোহাম্মদ শহীদ, আশিকুজ্জামান।