promotional_ad

''উইকেট, আম্পায়ার এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে''

promotional_ad

আম্পায়ারিং নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ দেশের ঘরোয়া ক্রিকেটে বেশ পুরনো। বিশেষ করে বিকেএসপির মাঠে আবাহনী লিমিটেডের ম্যাচ অনুষ্ঠিত হলেই এই পক্ষপাতিত্ব যেন ফুটে ওঠে প্রকটভাবে। এর সর্বশেষ উদাহরণ দেখা গিয়েছে চলমান আসরে আবাহনী বনাম প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচে। 


সুপার সিক্স পর্বের সেই ম্যাচে বৃষ্টি আইনে দোলেশ্বরের জয় প্রায় নিশ্চিত থাকলেও আম্পায়াররা তা হতে দেননি। বরং বৃষ্টির মাঝেই খেলতে পাঠানো হয়েছিলো দোলেশ্বরকে।ফলে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছিলো আবাহনী। সেই ম্যাচ নিয়ে তাই সমালোচনা কম হয়নি। 


যদিও কাজের কাজ কিছুই হয়নি। কেননা বিকেএসপিতে আবাহনীর ম্যাচ মানেই আম্পায়াররা পক্ষপাতিত্ব করবেন এমনটা যেন খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর তাই এই বিষয়টি মানতে হচ্ছে লিজেন্ডস অফ রুপগঞ্জের কোচ 


মঞ্জুরুল ইসলামকেও। তিনি অবশ্য আম্পায়ারিং এবং আবহাওয়াকে নিজেদের নিয়ন্ত্রণের বাইরেই ছেড়ে দিয়েছেন। বৃহস্পতিবার বিকেএসপিতে সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে লড়বে রুপগঞ্জ। সেই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন এমনটাই। মঞ্জুরুল বলেন, 



promotional_ad

'এগুলো আমাদের নিয়ন্ত্রণে নাই। উইকেট, আবহাওয়া, আম্পায়ার এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আপনি ভালো ক্রিকেট খেলতে চান, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়ন্ত্রণের বাইরে যেসব, তা নিয়ে চিন্তা করাটা বোকামি।'


তবে নিজেদের ম্যাচে এখন পর্যন্ত আম্পায়ারিং নিয়ে সমস্যা হয়নি বলেই দাবি করলেন রুপগঞ্জ কোচ। বললেন, ‘ওই দিন আমাদের ম্যাচ ছিল ফতুল্লায়। আমাদের ম্যাচে কোনো সমস্যা ছিল না। তাই কঠিন মন্তব্য করা। যেহেতু মাঠে (আবাহনীর ম্যাচে) ছিলাম না, তাই বলা খুব কঠিন এই ইস্যুতে। এখন পর্যন্ত আমরা যতগুলো ম্যাচ খেলেছি, আমাদের ম্যাচগুলোতে আম্পায়ারিং নিয়ে অত বড় কোনো সমস্যার মুখোমুখি হইনি। কাল কী হবে, সেটা তো কালকের বিষয়।’


আবাহনীর বিপক্ষে নিজেদের পরিকল্পনার কথাও জানিয়েছেন মঞ্জুরুল। ভালো ক্রিকেট খেলার দিকেই বেশি জোর দিচ্ছেন তিনি। তাঁর ভাষ্যমতে, ‘অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলতে চেষ্টা করব। আবাহনীর বিরুদ্ধে খেলা সবসময় এক্সাইটিং। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে তারা শীর্ষে। আমরা দ্বিতীয় স্থানে। আমরা যেটা চিন্তা করব, লিগের শেষ ম্যাচটা যেন ভালো ম্যাচ হয়। রেজাল্ট শেষে আসে।’


শুধু তাই নয়, আবাহনীকে শুরু থেকেই চাপ দেয়ার কথাও জানান তিনি। আর এর জন্য ভালো খেলার পাশাপাশি নিজেদের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে হবে বলে অভিমত তাঁর। রুপগঞ্জ বললেন,  



'শুরু থেকে আমরা যদি চাপ দিতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, এটা কাজে লাগবে। যে দলটা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে, আমি আশা করি ওই দলই জিতবে। অবশ্যই কালকে চাপের ম্যাচ। আর এখন পর্যন্ত আমাদের রুপগঞ্জ যে জায়গায় আছে, তা প্লেয়াররাই তৈরি করেছে। তারা এটার যোগ্য।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball