promotional_ad

প্রথমের স্বপ্নে রোমাঞ্চিত মিরাজ

promotional_ad

আজ বৃহস্পতিবার বিকেএসপির মাঠে লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার সিক্সের শেষ ম্যাচ খেলতে নামবে আবাহনী লিমিটেড। আর এই ম্যাচে জিততে পারলেই শিরোপা নিজেদের করে নিবে মাশরাফি-নাসিরদের দলটি। 


হাইভোল্টেজ এই ম্যাচে মাঠে নামার আগে তাই দারুণ রোমাঞ্চিত দলের অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। কেননা এর আগে কয়েকবার ডিপিএলে খেললেও শিরোপা জয় করা দলে হয়ে খেলা হয়নি তাঁর।


এবার দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত শিরোপা হাতে নেয়ার সুযোগ এসেছে চলতি আসরে আবাহনীর হয়ে খেলা মিরাজের সামনে। তাই তাঁর কথাতেও আভাস পাওয়া গেলো রোমাঞ্চের। ম্যাচের আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে মিরাজ বলছিলেন,



promotional_ad

'কালকের ম্যাচটা আমাদের জন্য বড় একটি সুযোগ। যদি জিততে পারি, চ্যাম্পিয়ন হব। ঢাকা লিগে কখনো চ্যাম্পিয়ন হইনি। লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। আমি আশাবাদী। সবাই শতভাগ দেওয়ার চেষ্টা করবে। চাইবে ভালো খেলার জন্য। তা ছাড়া আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তারা সেরাটা দিলে ভালো কিছুই হবে।'


বৃহস্পতিবারের ম্যাচে কারা এগিয়ে থাকবে এই প্রশ্নেরও জবাব দিয়েছেন মিরাজ। তাঁর মতে এই ম্যাচে যারা ভালো খেলবে তারাই জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হবে। আর সেই কারণে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে খেলার দিকেই লক্ষ্য দিচ্ছেন এই স্পিন অলরাউন্ডার। তাঁর ভাষ্যমতে, 


'আসলে যারা ভালো খেলবে দিন শেষে তারাই ম্যাচ জিতবে। আমার কাছে মনে হয় খেলাটা ভালোই হবে। আমরাও অনেক সিরিয়াস আছি, কালকের ম্যাচটা জিততে হবে, জিতলেই চ্যাম্পিয়ন হবো। হার-জিত থাকবেই। কিন্তু আমরা আমাদের শতভাগ দিতে চেষ্টা করব।'



উইকেট প্রসঙ্গে প্রশ্ন করা হলে অবশ্য ডিপিএলের তিনটি ভেন্যুর মধ্যে খুব বেশি পার্থক্যের কথা বললেন না মিরাজ। তাঁর অভিমত মিরপুর, বিকেএসপি কিংবা ফতুল্লা তিন ভেন্যুর উইকেটটি ছিলো যথেষ্ট ভালো। বলা যায় স্পোর্টিং উইকেটেই খেলা হয়েছে বেশি। আর এই উইকেটেও বোলাররা নিজেদের সামর্থ্যের জানান দিতে পেরেছেন ভালো করেই। এমন উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যথেষ্ট ভালো হবে উল্লেখ করে মিরাজ বললেন,  


'উইকেটটা খুব ভালো ছিল। ভালো রান হয়েছে। ফতুল্লায় রান হয়েছে, এখানেও রান হয়েছে। খেলাগুলোতে কিন্তু তিনশো, পৌনে তিনশো কিংবা এর বেশি রানও হয়েছে। সো উইকেট ভালো ছিল। ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে। এখন ডমেস্টিক ক্রিকেটটা অনেক ভালো। ব্যাটসম্যানরা তাদের জায়গায় এবং বোলাররা বোলারদের জায়গায় রান করছে। এইগুলা খুব ভালো যে ইমপ্রুভ হচ্ছে। এগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ভালো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball