ডিপিএলেও উজ্জ্বল সিকান্দার, রানের পাহাড়ে মমিনুলরা

ছবি:

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ সুপার লিগের ম্যাচে মাঠে নেমেছে গাজি গ্রুপ ক্রিকেটার্স এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে গাজি গ্রুপকে ব্যাটিংয়ে পাঠান খেলাঘরের অধিনায়ক নাজিমউদ্দিন।
এরপর ???্যাটিংয়ে নেমে জিম্বাবুইয়ান রিক্রুট সিকান্দার রাজা এবং টাইগার ওপেনার ইমরুল কায়েসের হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড়া করায় গাজি গ্রুপ। মাত্র দুই দিন আগেই বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ রানের ব্যবধানে হেরে গিয়েছিলো সিকান্দার রাজার জিম্বাবুয়ে।
আর এর ফলে ২০১৯ বিশ্বকাপের স্বপ্ন ভেস্তে যায় জিম্বাবুইয়ানদের। এবার হয়তো সেই আক্ষেপ ডিপিএলে খেলতে এসেই মেটাচ্ছেন রাজা। আজ ব্যাট হাতে ৯০ রান করে আউট হয়েছেন তিনি। অপরদিকে ইমরুল কায়েস খেলেছেন ৫৬ বলে ৬৩ রানের অনবদ্য একটি ইনিংস। এছাড়াও মমিনুল হক ৪৭, নাদিফ চৌধুরী ৪৫ এবং আসিফ আহমেদ ৩২ রান করেন।
খেলাঘরের পক্ষে দারুণ বোলিং করেছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। ১০ ওভারে ৪৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে মাসুম খান নিয়েছেন ২টি উইকেট।

উল্লেখ্য বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্যাট হাতে ৫৪ গড়ে ৩১৯ রান করেছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বল হাতেও সমান উজ্জ্বল ছিলেন তিনি। ১৭ গড়ে ১৫ উইকেট শিকার করেছিলেন এই অফ স্পিনার।দারুণ এই পারফর্মেন্সের সুবাদে টুর্নামেন্ট সেরার পুরষ্কারও তাঁর হাতে ওঠে।
গাজি গ্রুপ ক্রিকেটার্স-
জহুরুল ইসলাম (অধিনায়ক), ইমরুল কায়েস, মমিনুল হক, মেহেদি হাসান, সিকান্দার রাজা, নাদিফ চৌধুরী, আসিফ আহমেদ, জাকের আলি (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, নাইম হাসান, টিপু সুলতান।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-
রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), অমিত মজুমদার, আল মেনেরিয়া, রাফসান আল মাহমুদ, নাজিমউদ্দিন (অধিনায়ক), মাসুম খান, নিরজান ভদ্র, মোহাম্মদ সাদ্দাম, তানভির ইসলাম, আনজুম আহমেদ।