promotional_ad

সোহানদের শিবিরে মিরাজের জোড়া আঘাত

promotional_ad

ডিপিএলের সুপার সিক্স রাউন্ডে নিজেদের গত ম্যাচে গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ রানের দারুণ একটি জয় পেয়েছিলো নাসির-মাশরাফিদের দল আবাহনী লিমিটেড। এবার টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। 


ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আবাহনীর অধিনায়ক নাসির হোসেন। আর নাসিরের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার সৈকত আলি এবং উন্মুক্ত চাঁদের ব্যাটে উড়ন্ত সূচনা পায় শেখ জামাল। 


এই দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটি গড়েন ৯০ রানের। আর এই জুটি গড়ার মধ্য দিয়ে সৈকত তুলে নেন নিজের হাফসেঞ্চুরিও। তবে ৫৬ রান করে মেহেদি হাসান মিরাজের প্রথম স্বীকার হয়ে সৈকত ফিরে গেলে এই জুটি ভেঙ্গে যায়। 


সৈকত ফিরে গেলেও রানের খাতা খোলার আগে ফিরে যেতে হয়েছে ডানহাতি ব্যাটসম্যান রাকিন আহমেদকেও। এবারও সেই মিরাজের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। ৯৪ রানের মাথায় ২ উইকেট হারিয়ে ফেলার পর উন্মুক্ত চাঁদের সাথে ব্যাটিংয়ের হাল ধরতে ক্রিজে যোগ দেন অলরাউন্ডার তানবির হায়দার।



promotional_ad

এই রিপোর্ট লেখা পর্যন্ত শেখ জামালের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ১৬৮ রান (৩৫ ওভার)। ক্রিজে চাঁদ ৭৭ এবং তানবির ২৯ রানে অপরাজিত আছেন।


শেখ জামাল ধানমন্ডি ক্লাব-


সৈকত আলি, উন্মুক্ত চাঁদ, রাকিন আহমেদ, তানবির হায়দার, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাজমুল ইসলাম, আবু জায়েদ রাহি, জিয়াউর রহমান, রবিউল হক, ইলিয়াস সানি, সোহাগ গাজি। 


আবাহনী লিমিটেড- 



আনামুল হক বিজয়, নাজমুল হাসান শান্ত, হানুমা বিহারি, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball