ইমরুলের দুর্দান্ত হাফসেঞ্চুরি

ছবি:

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ সুপার লিগের ম্যাচে মাঠে নেমেছে গাজি গ্রুপ ক্রিকেটার্স এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে গাজি গ্রুপকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন খেলাঘরের অধিনায়ক নাজিমউদ্দিন।
এরপর ব্যাটিংয়ে নেমে ১২ রানের মাথায় ওপেনার কাম অধিনায়ক জহুরুল ইসলামের উইকেটটি হারিয়ে বিপদে পড়েছিলো গাজি গ্রুপ। পরবর্তীতে অবশ্য ইমরুল কায়েস এবং মমিনুল হকের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।
এরই মধ্যে ইমরুল দারুণ ব্যাটিং করে হাফসেঞ্চুরিও তুলে নিয়েছেন। অপরদিকে মমিনুল অপরাজিত আছেন ৩৫ রান নিয়ে। আর এই দুই ব্যাটসম্যানের ব্যাটে গাজি গ্রুপের দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৯৬ রান (২০ ওভার)।

উল্লেখ্য আজকের ম্যাচে গাজি গ্রুপ দলে যোগ দিয়েছেন জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান সিকান্দার রাজা।
গাজি গ্রুপ ক্রিকেটার্স-
জহুরুল ইসলাম (অধিনায়ক), ইমরুল কায়েস, মমিনুল হক, মেহেদি হাসান, সিকান্দার রাজা, নাদিফ চৌধুরী, আসিফ আহমেদ, জাকের আলি (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, নাইম হাসান, টিপু সুলতান।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-
রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), অমিত মজুমদার, আল মেনেরিয়া, রাফসান আল মাহমুদ, নাজিমউদ্দিন (অধিনায়ক), মাসুম খান, নিরজান ভদ্র, মোহাম্মদ সাদ্দাম, তানভির ইসলাম, আনজুম আহমেদ।