promotional_ad

এবার আইপিএলেও অনিশ্চিত স্মিথ-ওয়ার্নার

promotional_ad

সহজে মুক্তি মিলছে না স্টিভেন স্মিথের। বল টেম্পারিংয়ের মতো ন্যাক্কারজনক কান্ড ঘটানোর দায়ে এক টেস্টের জন্য নিষিদ্ধ হওয়ার পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরেও তাঁর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। 


এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অধিনায়কত্ব করার কথা ছিলো স্মিথের। কিন্তু অধিনায়কত্ব তো বটেই, এবার দলটির হয়ে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে স্মিথের। এমনটাই আভাস পাওয়া গিয়েছে আইপিএলের চেয়ারম্যান রাজিব শুক্লার কথায়। 


আগামী দুই একদিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে শুক্লা বলেছেন, ‘খেলা ৭ এপ্রিল থেকে শুরু হবে এবং আমরা তার আগেই, আগামী দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কোন পদক্ষেপ নেয়ার আগে আমরা আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় করবো।’



promotional_ad

শুক্লার এই বক্তব্য আইসিসির শাস্তি ঘোষণার পূর্বের। এবার আইসিসি তাদের সিদ্ধান্ত জানানোয় হয়তো দুই একদিনের মধ্যে জানা যাবে স্মিথের বিষয়ে কি ভাবছে আইপিএল কর্তৃপক্ষ। এদিকে স্মিথের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার আভাস দিয়েছেন রাজস্থান রয়্যালসের প্রধান নির্বাহী রনজিত বারঠাকুরও।


তিনি বলেছেন, 'চলমান অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে বল টেম্পারিং বিতর্কের বিষয়ে আমরা সচেতন আছি এবং বিসিসিআইর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি। ক্রিকেট বিরোধী কোন অন্যায্য আচরণকে রাজস্থান রয়্যালস সহ্য করবে না। আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি দলের সবার ক্ষেত্রে সমান।'


অবশ্য শুধু স্মিথই নন, কপাল পুড়তে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারেরও। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে তাঁকেও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার চিন্তা ভাবনা করছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ।



নিষেধাজ্ঞার মতো বড় শাস্তি না জুটলেও অধিনায়ক হিসেবে হয়তো আর দেখা যাবে না তাঁকে এবারের আইপিএলে। হাজার হোক স্মিথের ডেপুটি ছিলেন তিনি। সুতরাং টেম্পারিং ইস্যুতে তাঁরও তো মদদ আছে কিছুটা হলেও। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball