promotional_ad

অর্ধশতকের দ্বারপ্রান্তে নাফিস

promotional_ad

৬ ম্যাচে মাত্র ১টি জয় নিয়ে বর্তমানে অনেকটা পর্যদুস্ত অবস্থার মধ্যে রয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। ঢাকা প্রিমিয়ার লিগের দলটির অবস্থান টেবিলের একেবারে তলানিতে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাই জয়ের ধারায় অতিসত্বর ফিরতে হবে তাদের।


সেই লক্ষ্য নিয়েই আজ চলমান ডিপিএলের ৪২তম ম্যাচে আব্দুর রাজ্জাকের অগ্রণী ব্যাংকের মুখোমুখি হয়েছে তারা। বিকেএসপির তিন নম্বর মাঠে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে টসে জিতে অগ্রণী ব্যাংককে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কলাবাগানের অধিনায়ক মুক্তার আলি। 


এরপর খেলতে নেমে দুই ওপেনার আজমির আহমেদ এবং শাহরিয়ার নাফিসের ব্যাটে দারুণ সূচনা পায় অগ্রণী ব্যাংক। বর্তমানে নাফিস ৪৯ এবং আজমির ৪১ রান নিয়ে অপরাজিত আছেন। আর অগ্রণী ব্যাংকের স্কোর বিনা উইকেটে ৯২ রান (১৮ ওভার)।



promotional_ad

অগ্রণী ব্যাংক- 


আজমির আহমেদ, শাহরিয়ার নাফিস, সায়মন আহমেদ, রাজা আলি দার, ধীমান ঘোষ, সালমান হোসেন, জাহিদ জাভেদ, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, মোহাম্মদ ইসহাক, আল-আমিন হোসেন। 


কলাবাগান ক্রীড়া চক্র-  



জসিমউদ্দিন, মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক, আকবর-উর-রেহমান, মাহমুদুল হাসান, রাহাতুল ফেরদৌস, তাইবুর রহমান, মুক্তার আলি (অধিনায়ক), আবুল হাসান, সঞ্জিত সাহা, নাহিদ হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball