টানা চার ম্যাচে লাহোরের একাদশে মুস্তাফিজ

ছবি:

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ১২ তম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হওয়ার কথা ছিলো লাহোর কালান্দার্স এবং ইসলামাবাদ ইউনাইটের।
কিন্তু শারজাহতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে ভারি বৃষ্টি হওয়ার কারণে মাঠ ভেজা থাকায় ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে। যদিও ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে এবং এখানে জিতে ইসলামাবাদ দলটিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন লাহোর অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম।
এদিকে আজকের এই ম্যাচেও যথারীতি লাহোরের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা পেস তারকা মুস্তাফিজুর রহমান। এই নিয়ে টানা চার ম্যাচেই লাহোরের হয়ে মাঠে নামছেন তিনি। এখন পর্যন্ত তিন ম্যাচে মোট ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

উল্লেখ্য আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে খেলতে নামছে মুস্তাফিজের দল লাহোর। আজ একাদশে শাহেন শাহ আফ্রিদির পরিবর্তে জায়গা পেয়েছেন সালমান ইরশাদ। অপরদিকে মিসবাহ উল হকের ইসলামাবাদ দলেও এসেছে পরিবর্তন। আজ খেলছেন না চ্যাডউইক ওয়ালটন, স্টিফেন ফিন এবং রুম্মান রাইস।
ইসলামাবাদ ইউনাইটেড একাদশ-
লুক রঙ্কি, শাহজাদা ফারহান, জেপি ডুমিনি, মিসবাহ উল হক (অধিনায়ক), হুসেইন তালাত, আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, আন্দ্রে রাসেল, মোহাম্মদ সামি, সামিত প্যাটেল,
লাহোর কালান্দার্স একাদশ-
ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), ফখর জামান, সুনিল নারিন, দীনেশ রামদিন, আঘা সালমান, সোহেল আখতার, ইয়াসির শাহ, মুস্তাফিজুর রহমান, সোহেল খান, উমর আকমল, সালমান ইরশাদ।