promotional_ad

হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফিরলেন জাকির

promotional_ad

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ সকাল ৯ টায় মুখোমুখি হয়েছে মাশরাফি-নাসিরদের আবাহনী লিমিটেড এবং জাকির-মারুফদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাইম ব্যাংক অধিনায়ক মনির হোসেন।


এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদের মুখে পড়তে হয়েছিলো প্রাইম ব্যাংককে। কেননা স্কোরবোর্ডে মাত্র ২ রান তুলতেই ওপেনার মেহরাব হোসেন জুনিয়রের উইকেটটি তুলে নেন আবাহনীর পেস তারকা মাশরাফি বিন মর্তুজা।


শুন্য রান করে আনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে মেহরাবকে।  বাঁহাতি এই ওপেনার দ্রুত ফিরে গেলে পরবর্তীতে ব্যাটিংয়ের হাল ধরেন মেহেদি মারুফ এবং নতুন ক্রিজে নামা উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।


আর এই দুই ব্যাটসম্যানের দৃঢ় ব্যাটিংয়ে বিপদ কাটিয়ে উঠছিলো প্রাইম ব্যাংক। ৪০ রানের জুটি গড়ে তাঁরা দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৪২ রানের মাথায় বোলিংয়ে এসে আবারো আঘাত হানেন টাইগার কাপ্তান মাশরাফি।  এবার তাঁর শিকার আরেক ওপেনার মেহেদি মারুফ।



promotional_ad

১৫ রান করা মারুফকে একই কায়দায় উইকেটরক্ষক বিজয়ের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান নড়াইল এক্সপ্রেস। ২ উইকেটে ৪২ রান হারানো প্রাইম ব্যাংককে স্বস্তি এনে দেন জাকির হাসান এবং আল-আমিন।


এই দুই ব্যাটসম্যানের ব্যাটে আর উইকেট না হারিয়ে শত রানের কোটা পার করে প্রাইম ব্যাংক। আর এরই সাথে উইকেত রক্ষক জাকির তুলে নেন দুর্দান্ত একটি অর্ধশতক। যদিও এরপর বেশীক্ষণ টিকতে পারেননি তিনি।


৬২ রান করে সাকলাইন সজীবের প্রথম শিকার হয়ে ফিরেছেন।  আর এরই সাথে আল-আমিনের সাথে তাঁর ৬৯ রানের জুটিটি ভেঙ্গে গেছে।  জাকির ফিরে গেলে ক্রিজে যোগ দিয়েছেন ভারতীয় রিক্রুট ইউসুফ পাঠান।  এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রাইম ব্যাংকের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ১১৯ রান (২৫ ওভার)। ক্রিজে ৩২ রান নিয়ে অপরাজিত আছেন আল-আমিন এবং পাঠানের সংগ্রহ ৭ রান।  


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- মেহেদি মারুফ, মেহরাব হোসেন জুনিয়র, জাকির হাসান, আল-আমিন, ইউসুফ পাঠান, সাজ্জাদুল হক, নাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনির হোসেন (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, শরিফুল ইসলাম। 



আবাহনী লিমিটেড- 


আনামুল হক বিজয়, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিথুন, নাসির হোসেন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা,  মানপ্রিত গণি, সানজামুল ইসলাম, সাকলাইন সজীব, মোহাম্মদ রাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball