অলরাউন্ডার রেজায় বিপর্যয়ে মোহামেডান

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ৩৮ তম ম্যাচে আজ মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সকাল ৯ টায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মোহামেডান অধিনায়ক শামসুর রহমান।
এদিন সকালে খেলতে নেমে বিপদের মুখেই পড়েছিলো মোহামেডান দলটি। কেননা মাত্র ১৯ রানের মাথায় ওপেনার রনি তালুকদারকে ফিরিয়ে দিয়েছিলেন দোলেশ্বর অধিনায়ক কাপ পেসার ফরহাদ রেজা। ১৩ রান করে মামুন হোসেনের তালুবন্দি হয়েছেন রনি।
রনির বিদায়ের পর দ্রুত ফিরে যেতে হয়েছে তিন নম্বরে নামা ডানহাতি ব্যাটসম্যান আমিনুল ইসলামকেও। মামুন হোসেনের প্রথম শিকার হয়ে সাজঘরে ফেরার সময় মাত্র ৯ রান করতে সক্ষম হন তিনি।
৪৪ রানে দুই উইকেট খুইয়ে ফেলার পর ওপেনার জনি তালুকদারের সাথে দলটির হাল ধরেন অধিনায়ক শামসুর। এই দুই ব্যাটসম্যানের ৩০ রানের জুটিতে বিপদ ভালোই সামাল দিচ্ছিলো মোহামেডান দলটি।

কিন্তু দলীয় ৭৪ রানের মাথায় ওপেনার জনিকে দারুণ একটি থ্রোতে রান আউট করে ফিরিয়ে দিয়ে এই জুটি ভাঙ্গেন ফরহাদ রেজা। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত মোহামেডানের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৮০ রান (২০ ওভার)। ক্রিজে অপরাজিত আছেন ইরফান শুক্কুর (৩) এবং অধিনায়ক শামসুর রহমান (১৩)।
মোহামেডান স্পোর্টিং ক্লাব-
জনি তালুকদার, রনি তালুকদার, শামসুর রহমান (অধিনায়ক), আমিনুল ইসলাম, রকিবুল হাসান, বিপুল শর্মা, এনামুল হক, তাইজুল ইসলাম, কাজি অনিক, ইরফান শুক্কুর, মোহাম্মদ আজিম।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-
ইমতিয়াজ হোসেন, লিটন কুমার দাস, ফজলে মাহমুদ, মার্শাল আইয়ুব, জোহেইব খান, মোহাম্মদ আরাফাত, ফরহাদ রেজা (অধিনায়ক), ফরহাদ হোসেন, শরিফুল্লাহ, আরাফাত সানি, মামুন হোসেন।