তামিমদের সতীর্থ দুই চীনা ক্রিকেটার!

ছবি:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন দুই চীনা ক্রিকেটার ইউফি ঝ্যাং এবং জিয়ান লি। তামিম ইকবালের দল পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন তারা।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছিলেন নেপালের সন্দ্বীপ লামিচানে। এবার আরেকটি প্রথম দেখার অপেক্ষায় আছে পিএসএলও। জানা গেছে ইতিমধ্যে পেশোয়ার শিবিরে যোগ দিয়েছেন এই দুই চীনা ক্রিকেটার।
পেশোয়ার জালমির প্রতিনিধি আমির সোহাইল আফ্রিদি ইউফি ঝ্যাং এবং জিয়ান লির অন্তর্ভুক্তি প্রসঙ্গে জানিয়েছেন মূলত চীনে ক্রিকেটের প্রসার ঘটানোর উদ্দেশ্যেই তাদের পিএসএলে খেলার সুযোগ করে দেয়া হয়েছে।

আফ্রিদি বলেছেন, 'প্রতিভা দেখানোর মঞ্চটা আমরা তাঁদের জন্য গড়ে দিতে চাই। আন্তর্জাতিক পরিচিতি পেতে এটা সাহায্য করবে।'
এর আগে ২০০৪ সালে সর্বপ্রথম আইসিসির সদস্যপদ পেয়েছিলো চীন। তবে সেখানে ক্রিকেট খুব একটা প্রচলিত হয়ে ওঠে নি এখনও। ধারণা করা যাচ্ছে পিএসএলের মাধ্যমে নতুন একটি যুগের সূচনা করতে যাচ্ছে দেশটির দুই ক্রিকেটার ঝ্যাং এবং লি।
পেশোয়ার জালমি স্কোয়াড-
তামিম ইকবাল, কামরান আকমল, আন্দ্রে ফ্লেচার, রিকি ওয়েসেলস, সামিন গুল, হাসান আলি, ক্রিস জর্ডান, মোহাম্মদ আসগর, ওয়াহাব রিয়াজ, ইবতিসাম শেখ, ড্যারেন স্যামি, হাম্মাদ আজম, হ্যারিস সোহেল, ডোয়াইন ব্রাভো, খুশদিল শাহ, উমেইদ আসিফ, সাদ নাসিম, মোহাম্মদ হাফিজ, খালিদ উসমান, জিয়ান লি, মোহাম্মদ আরিফ, সাব্বির রহমান, ডোয়াইন স্মিথ, তাইমুর সুলতান, ইউফি ঝ্যাং।
সুত্র- ডন