সাকিবদের বোলিং পরামর্শক সাকলাইন মুস্তাক

ছবি:

পাকিস্তান সুপার লিগের (পিএলএল) পর্দা উঠছে আগামী ২২ ফেব্রুয়ারি। জনপ্রিয় এই টি২০ আসরের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দলগুলো নিজেদের স্কোয়াড ও ম্যানেজমেন্ট গুছিয়ে এনেছে।
তারই ধারারবাহিকতায় পিএসএলের দল পেশওয়ার জালমি তাদের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক পাকিস্তানি কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাককে।
তবে, এবারই প্রথম বারের মতো জালমির সঙ্গে কাজ করছেন না সাকলাইন। পিএসএলের প্রথম আসরেও দলটির বোলিং পরামর্শক ছিলেন এই সাবেক পাকিস্তানি তারকা।

বোলিং পরামর্শক হিসেবে সাকলাইনকে নিয়োগ দেয়ার ব্যাপারটি এক টুইট বার্তায় নিশ্চিত করেছে পেশওয়ার জালমি। এদিকে, এবার দলটিকে নেতৃত্ব দিতে দেখা যাবে উইন্ডিজের হয়ে দুই বারের টি২০ বিশ্বকাপ জেতা অধিনায়ক ড্যারেন স্যামিকে।
গত কয়েক আসরে দলটিকে নেতৃত্ব দিয়েছেন সাবেক পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। আফ্রিদি এবার করাচি কিংসের হয়ে খেলার জন্য নাম লিখিয়েছেন।
তাছাড়া, পিএসএলের প্লেয়ার্স ড্রাফটের আগে, দলটি পাকিস্তানি তারকা মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল ও টাইগার তারকা সাকিব আল হাসানকে রিটেইন করেছে। তাছাড়া আরেক বাংলাদেশি তারকা তামিম ইকবালও দলটি হয়ে মাঠ মাতাবেন।