promotional_ad

জাকির ও রজতের ব্যাটে গাজী গ্রুপের চ্যালেঞ্জিং স্কোর

promotional_ad

বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে গাজি গ্রুপ ক্রিকেটার্স এবং শাইন পুকুর ক্রিকেট ক্লাব। এই ম্যাচে শুরুতে টসে জিতে জহুরুল ইসলামের গাজি গ্রুপকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান শাইন পুকুর দলের অধিনায়ক শুভাগত হোম। 


এরপর ব্যাটিংয়ে নেমে জাকির আলি, নাদিফ চৌধুরী এবং রজত ভাটিয়ার অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করেছে গাজি গ্রুপ। দলের পক্ষে ৫৮ রানে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন গাজির ভারতীয় রিক্রুট রজত ভাটিয়া।


এদিন টসে হেরে ব্যাটিংয়ে নামার পর ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর জাকির আলি এবং নাদিফ চৌধুরীর জোড়া অর্ধশতকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় গাজি গ্রুপ। দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির আশা জাগিয়ে তুললেও শেষ পর্যন্ত ৯০ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ফিরতে হয়েছে জাকির আলিকে। 



promotional_ad

৭১ রান করে তাঁকে ভালোই সঙ্গ দিয়েছিলেন নাদিফ। আর এই দুই ব্যাটসম্যানের ১১৪ রানের দুর্দান্ত জুটিতেই ঘুরে দাঁড়ায় গাজি গ্রুপ। ১৯১ রানের মাথায় নাদিফকে ফিরিয়ে দিয়ে আবারো ব্রেক থ্রু এনে দেন শাইন পুকুরের অধিনায়ক শুভাগত হোম। 


তবে নাদিফ ফিরলেও ভারতীয় ব্যাটসম্যান রজত ভাটিয়াকে সাথে নিয়ে ৭৮ রানের আরেকটি বড় জুটি গড়েন জাকির। তবে ইনিংসের একেবারে শেষের ওভারে তাঁকে ৯০ রানে ফিরিয়ে দিয়ে সেঞ্চুরির স্বপ্ন ভঙ্গ করান সাইফউদ্দিন। আর ভাটিয়া অপরাজিত থাকেন ৫৮ রান নিয়ে। শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের মিলিত প্রচেষ্টায় শাইন পুকুরের সামনে ২৮০ রানের লক্ষ্য ছুড়ে দিতে সক্ষম হয় গাজি গ্রুপ। 


শাইন পুকুর ক্রিকেট ক্লাবের পক্ষে ৬৮ রানে ২ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন সুজন হাওলাদার, রায়হান উদ্দিন, আফিফ হোসেন এবং শুভাগত হোম।   




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball