promotional_ad

সাকিবের অধীনে খেলতে মুখিয়ে আছেন সালমান বাট

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) এবারের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সালমান বাটকে। ইতিমধ্যে মোহামেডানের হয়ে খেলতে ঢাকাতে পা রেখেছেন বাট।  


আর ডিপিএলে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। ক্রিকেটের জনপ্রিয় ওয়েব সাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান বাট বলেছেন, 


'দীর্ঘ দিন পর এখানে আসতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ গত কয়েক বছরে উচ্চ মানের ক্রিকেটের দেশে পরিণত হয়েছে। তারা তাদের খেলায় অনেক উন্নতি নিয়ে এসেছে এবং প্রমাণ করেছে বারংবার। আর এর সবই সম্ভব হয়েছে দেশের প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রিকেটের কল্যাণে।' 


মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও প্রশংসা করেছেন বাট। বিশেষ করে দলটির অধিনায়ক সাকিব আল হাসানের ওপর আস্থা রাখার কথাও জানিয়েছেন তিনি। এবারের আসরে সাকিবের অধীনেই শিরোপা জিতবে মোহামেডান আশা প্রকাশ করে বাট বলেন, 



promotional_ad

'মোহামেডান এমন একটি ক্লাব যাদের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ। এখানে এর আগেও অনেক পাকিস্তানি ক্রিকেটার খেলে গেছেন এবং আমি আশা করি এবার তাদের হয়ে আমি ভালো অবদান রাখতে সক্ষম হবো। সাকিব দলটিকে নেতৃত্ব দিবে এবং আমি বিশ্বাস করি এবারের আসরে পার্থক্যও গড়ে দিতে পারবে।'


এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ওয়াসিম খান সালমানকে পাওয়া প্রসঙ্গে জানিয়েছেন, 'সে ভালো ফর্মে আছে, সুতরাং আমরা আশা করি সে আমাদের জন্য উপকারি হবে।' 


মোহামেডান স্পোর্টিং ক্লাব:


সাকিব আল হাসান, সালমান বাট, ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, এনামুল হক, মোহাম্মদ আজিম, এবাদত হোসেন, বিশ্বনাথ হালদার, জনি তালুকদার, আমিনুল ইসলাম, সাঈদ সরকার, তাইজুল ইসলাম, রকিবুল হাসান, শামসুর রহমান, রনি তালুকদার, শুভাশিস রায়।



সূত্র- ক্রিকইনফো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball