promotional_ad

এবার রেলিগেশন এড়ানোই প্রধাণ লক্ষ্য চ্যাম্পিয়নদের

promotional_ad

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে শনিবার। অনেক ক্লাবই ভাগ্যের জোরে শক্তিশালী দল গড়তে ব্যর্থ হয়েছে। আবার অনেকে তৃপ্তির হাসি হেসেছেন। তবে, বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স তাদের দল নিয়ে সন্তুষ্ট না। এই দল নিয়ে রেলিগেশন থেকে মুক্তি পাওয়াই তাদের প্রধাণ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।




এমনটাই জানিয়েছেন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। শনিবার ঢাকার একটি অভিজাত হোটেলে হয়ে গেলো খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়া ‘প্লেয়ার্স ড্রাফট’। এর আনুষ্ঠানিকতা শেষে সালাহউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমার প্রথম লক্ষ্য রেলিগেশন থেকে বাঁচা। কিভাবে রেলিগেশন থেকে বাঁচব সেটা নিয়ে চিন্তায় আছি খুব! আমার কাছে মনে হয় এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। আমার প্রথম লক্ষ্য তাই রেলিগেশন কিভাবে সেভ করব।’





promotional_ad

এদিকে, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ বা সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম জানিয়েছিলেন ক্লাবগুলোর চাওয়াতেই প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি বেছে নিয়েছেন তারা। তবে সবগুলো ক্লাব এই সিদ্ধান্তে একমত ছিলনা। এই প্রসঙ্গে একমত হতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সও।




এই প্রসঙ্গে দলটির কোচ বলেন, ‘আমি কখনোই প্লেয়ার্স ড্রাফটের পক্ষে নই। আমি চিন্তা করি খেলোয়াড়রা যেন স্বাধীনভাবে খেলতে পারে, ইচ্ছে মতো দল বেছে নিয়ে খেলতে পারে। এখানে অনেক খেলোয়াড় খুশি না। আমি নিজেও খুশি নই। এখানে খেলোয়াড়দের স্বাধীনতা খর্ব করা হয়।’





আর খেলোয়াড়রা মন মতো দলে খেলতে না পারলে কি ক্ষতি হতে পারে, এর পক্ষেও যুক্তি দিয়েছেন সালাহউদ্দিন,  ‘একজন খেলোয়াড় যখন নিজের স্বাধীনতা মতো দল পছন্দ করে খেলতে পারবে না সে তখন মানসিক চাপে থাকবে। আগের মৌসুমে ক্লাবের সঙ্গে আমার বাজে অভিজ্ঞতা হতে পারে, পেমেন্টে সমস্যা হতে পারে, অফিশিয়াল, কোচিং-স্টাফকে পছন্দ নাও হতে পারে, আমার তো ইচ্ছে থাকতে পারে আরেকটা ক্লাবে যাওয়ার। এখানে তো সেই সুযোগটা খেলোয়াড়কে দেওয়া হচ্ছে না।’




উল্লেখ্য, গত আসরের দল থেকে মুমিনুল হক, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান ও আবু হায়দার রনিকে ধরে রাখতে পেরেছে দলটি। তবে নাসির হোসেন ও এনামুল হক বিজয়ের মতো খেলোয়াড়দের নিয়মের বেড়াজালে পড়ে ধরে রাখতে পারেনি তারা। তবে, ড্রাফট থেকে তারা ইমরুল কায়েস, আসিফ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, জাকের আলী, নাঈম হাসান, টিপু সুলতান, শহিদুল ইসলাম, নুরুজ্জামান, শফিউল হক ও রাসেল আল মামুনের মতো ক্রিকেটারদের পেয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball