promotional_ad

'মাথা ঠিক তো সব ঠিক'

promotional_ad

পুরো মৌসুম জুড়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন এনামুল হক বিজয়। চ্যাম্পিয়ন দল গাজী গ্রুপের হয়ে ডিপিএলের পর এনসিএলেও বিজয়ের ব্যাটে রান, যথাযথ কারনেই জাতীয় দলের বাইরে থেকেও বছর জুড়ে শিরোনামে ছিলেন তিনি। 


জাতীয় দলের টপ অর্ডারে সৌম্য, ইমরুলের ধারাবাহিকতার অভাব ও একই সময়ে বদলে যাওয়া বিজয়ের দুর্দান্ত পারফর্মেন্স... সব কিছু মিলিয়ে বিজয়ের ফের ডাক পাওয়া সময়ের ব্যাপার ছিল।


তাই তো এনসিএল শেষে ৩২ সদস্যের জাতীয় দলের স্কোয়াডে বিজয়কে দেখে অবাক হওয়ার কিছু ছিল না। এবারের এনসিএলে বদলে যাওয়া এক বিজয়কে দেখেছেন সবাই। দলের প্রয়োজনে পরিস্থিতি বুঝে বদলেছেন নিজের ব্যাটিং, সফলও হয়েছে।



promotional_ad

ম্যাচ বাঁচাতে খেলেছেন ধীর গতির ইনিংস, কিন্তু সুযোগে হাত খুলে খেলেও দেখিয়ে দিয়েছেন তিনি। এ যেন অন্য এক বিজয়, যাকে ক্রিকেটের ভাষায় একজন 'ম্যাচিউর ক্রিকেটার' বলা যায়। 


বিজয়ও স্বীকার করলেন অকপটে। বদলে ফেলেছেন নিজেকে... স্কিল ও মানসিকতা দিয়ে। চ্যানেল ২৪কে তিনি বলেছেন, 'আমি নিজেকে সবসময় তিন ফরম্যাটের জন্য প্রস্তুত করতে চেয়েছি। আমি বিদেশি কিংবা আমাদের সিনিয়র ক্রিকেটারদের সাথে যখন কথা বলি তখন সময় সময় তিন ফরম্যাটে কিভাবে ভালো করা যায় সেটা নিয়েই কথা বলার চেস্টা করি।


টিমের অবস্থা বুঝে খেলার ব্যাপারে আরও পরিনত হওয়ার চেস্টা করছি। যেমন টি-টুয়েন্টির প্রথম ছয় ওভার, ওয়ানডের প্রথম দশ ওভার, টেস্টের প্রথম ১৫ ওভার কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে কাজ করছি। এইগুলো নিয়ে অনেক ভাবছি। আমার কাছে মনে হয় একজন প্লেয়ার তখনই বড় ক্রিকেটার হয় যখন সে টিমের প্রয়োজন বুঝে খেলতে পারে।'



তবে আধুনিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে স্কিলের চেয়ে মানসিক দক্ষতা বেশি দরকারি বলে দাবী বিজয়ের। নিজের উদাহরন দিয়ে তিনি বলেছেন, 'আর আমার কাছে মনে হয় স্কিল থেকে মেন্টাল ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ। আমি কোন সময় কি করব কি করবা না এই সব নিয়ে ভাবা, মাথার কাজটা ঠিকঠাক মত করা।


আমার কাছে মনে হয় প্রতিদিন এই বিষয়ে অনেক উন্নতি হচ্ছে। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একজন ক্রিকেটার যদি বড় কিছু করতে চায়... তাহলে তার মাথাটা ঠিক করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি হয়তো মাথাটা টুকটাক ঠিক রাখতে পারছি, এটাকে আরও ভালো করা এবং উন্নতি চালিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball