promotional_ad

উইকেট শিকারে সবার সেরা ফরহাদ রেজা

promotional_ad

বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসরের শেষ রাউন্ডের খেলা শেষ হয়েছে শনিবার। এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে তারকাবহুল খুলনা বিভাগ। এটি খুলনার টানা তৃতীয় শিরোপা। শেষ রাউন্ডে ঢাকা বিভাগকে ইনিংস ও ৪৯ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে তারা।




এবারের আসরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত তারকারা। তাছাড়া, নিজদের ব্যাটে-বলের ঝলক দেখিয়েছেন অনেক তরুণ ক্রিকেটারও। বল হাতে এবারের আসরে সর্বাধিক উইকেট শিকারি রাজশাহীর পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা।




তিনি ছয় ম্যাচ খেলে ১০ ইনিংসে ২১ উইকেট শিকার করেছেন ২.৬৯ ইকোনোমিতে। এবারের আসরে ৮৪ রানের বিনিময়ে ৪ উইকেট তার সেরা বোলিং পরিসংখ্যান। ফরহাদ রেজার পর শীর্ষ বোলারদের তালিকার দুই নম্বরে আছেন নাহিদুজ্জামান।



promotional_ad



নাহিদ ৫ ম্যাচ খেলে ৮ ইনিংসে ফরহাদ রেজার সমান ২১ উইকেট নিয়েছেন ৩.২২ ইকোনোমিতে। ৪৫ রানের বিনিময়ে ৫ উইকেট তার এবারের আসরে সেরা বোলিং পরিসংখ্যান। এই তালিকার তিন নম্বরে আছেন খুলনার শিরোপা জয়ী অধিনায়ক আব্দুর রাজ্জাক।




এই টাইগার তারকা ৬ ম্যাচে ৯ ইনিংসে ২০ উইকেট নিজের ঝুলিতে নিয়েছেন। ৩২ রানের বিনিময়ে ৫ উইকেট তার এবারের আসরের সেরা বোলিং পরিসংখ্যান। রাজ্জাকের ঠিক পরে এই তালিকার চতুর্থ স্থানে আছেন ইফতেখার সাজ্জাদ।





চট্টগ্রামের এই তরুণ ৫ ম্যাচ খেলে ৮ ইনিংসে ১৮ উইকেট নিয়েছেন ২.৫৪ ইকোনোমিতে। ৪৩ রানের বিনিময়ে ৩ রান তার এবারের আসরে তার সেরা বোলিং। এই তালিকার পাঁচ নম্বরে আছেন চট্টগ্রামের আরেক তরুণ মেহেদী হাসান রানা।




রানা ৫ ম্যাচ খেলে ৮ ইনিংসে ১৭ উইকেট শিকার করেছেন। ইকোনোমিটা (৩.৫৪) খুব একটা ভালো না হলেও বল হাতে এবারের আসরে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ। ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট তার জাতীয় লিগে সেরা বোলিং পরিসংখ্যান।





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball