promotional_ad

বুলবুলদের কাছে আকরামদের হার

promotional_ad

বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিবছরের মত এবারও মিরপুর শেরে বাংলার ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হয়েছে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ। ম্যাচটিতে আকরাম-হান্নানরা শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুস্তাক একাদশ নামে দুটি দলে বিভক্ত হয়ে মাঠে নেমেছিলেন। 


অনুষ্ঠিত এই প্রদর্শনী ম্যাচে শহীদ মুশতাক একাদশকে ৪৬ রানে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। ম্যাচটিতে লাল জার্সি পড়ে মাঠে নামে শহীদ জুয়েল একাদশের ক্রিকেটাররা। আর সবুজ জার্সিতে দেখা যায় শহীদ মুস্তাকের ক্রিকেটারদের।


জুয়েল একাদশকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আর অপপ্রান্তে শহীদ মুশতাক একাদলের নেতৃত্ব ছিল সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি কর্মকর্তা আকরাম খান।


ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান নেন শহীদ মুশতাক একাদশের দলপতি আকরাম খান। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৭২ রান করে শহীদ জুয়েল একাদশ।



promotional_ad

জুয়েল একাদশের পক্ষে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন সাবেক টাইগার ওপেনার হান্নান সরকার। ৩৯ বলে ১০টি চার ও তিনটি ছয়ে নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া ৬২ বলে ছয়টি চার ও একটি ছয়ে ৭১ করে অপরাজিত থাকেন জাভেদ ওমর বেলিম।


জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শহীদ মুস্তাক একাদশ। নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে সক্ষম আকরাম খানের দল।


দলের হয়ে অধিনায়ক আকরাম হান করেন সর্বোচ্চ  ৩৪ রান। এছাড়া ৩১ রান আসে হারুনুর রশিদ। জুয়েল একাদশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান অধিনায়ক বুলবুল। ম্যাচ সেরা হন হান্নান সরকার।


শহীদ মুশতাক : হারুনুর রশিদ লিটন, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, মুশফিকুর রহমান বাবু, খালেদ মাহমুদ সুজন, জামাল উদ্দিন বাবু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, সাইফুল ইসলাম, তারেক আজিজ খান, মিজানুর রহমান বাবুল, ফারুক আহমেদ।



শহীদ জুয়েল : শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, আমিনুল ইসলাম বুলবুল, ইহসানুল হক সেজান, আব্দুল হান্নান সরকার, হাসানুজ্জামান, জাহাঙ্গীর আলম, নিয়ামুর রশিদ রাহুল, আতহার আলী খান, তালহা জুবায়ের, মোর্শেদ আলী খান, শফিউদ্দিন আহমেদ বাবু, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), মেহরাব হোসেন অপি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball