অমিত-ইমরানুজ্জামানের জুটির সেঞ্চুরিতে অগ্রণীর জয়

ছবি: ইমরানুজ্জামান ও অমিত হাসানের ১৩৪ রানের জুটিতে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, রিমার্ক হারল্যান স্পোর্টস

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৬২ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। লিটনের হাফ সেঞ্চুরির পরও ২২২ রানের বেশি করতে পারেনি গুলশান। সহজ লক্ষ্য তাড়ায় অগ্রণীকে জয়ের পথে রেখেছিলেন দুই হাফ সেঞ্চুরিয়ান ইমরানুজ্জামান ও অমিত হাসান। শেষের দিকে অগ্রণী ব্যাংকের ৬ উইকেটের জয় নিশ্চিত করেছেন মার্শাল আইয়ুব এবং তাইবুর রহমান। তিন ম্যাচে অগ্রণী ব্যাংকের এটি দ্বিতীয় জয়।
লিটন রান করবে এটাই স্বাভাবিক: সুজন
১২ মিনিট আগে
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসটি) ৩ নম্বর মাঠে জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় অগ্রণী ব্যাংক। মেহেদী হাসানের লেগ স্টাম্পের উপর করা ডেলিভারিতে একটু অফ সাইডে এসে পুশ করতে চেয়েছিলেন সাদমান ইসলাম। তবে ব্যাটে-বলে করতে না পারায় বোল্ড হয়ে ফিরতে হয়েছে বাঁহাতি ওপেনার। গোল্ডেন ডাক মারা সাদমানের পর বেশিক্ষণ টিকতে পারেননি ইমরুল কায়েসও।
অগ্রণী ব্যাংকের অধিনায়ককে ফিরিয়েছেন মেহেদী। ডানহাতি পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন ইমরুল। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় স্কয়ার লেগে দাঁড়িয়ে আসাদুজ্জামান পায়েলের ক্যাচে ফিরতে হয় ৩ রান করা এই ব্যাটারকে। ৯ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন ইমরানুজ্জামান ও অমিত। দারুণ ব্যাটিংয়ে তারা দুজনই হাফ সেঞ্চুরি পেয়েছেন। ইমরানুজ্জামান ৬২ বলে ও আরেক ব্যাটার অমিত পঞ্চাশ ছুঁয়েছেন ৮০ বলে।

তাদের দুজনের ১৩৪ রানের জুটি ভাঙে ইমরানুজ্জামানের রান আউটে। নিহাদ উজ জামানের গুড লেংথ ডেলিভারিতে পয়েন্টে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। শুরুতে সাড়া দিলেও পরবর্তীতে না করেন অমিত। ফলে উইকেটের প্রায় মাঝ বরাবর এসে আবারও স্ট্রাইক প্রান্তে ফিরতে দেরি করে ফেলেছিলেন ইমরানুজ্জামান।
সাদিকুরের আক্ষেপ ও তোফায়েলের অলরাউন্ড পারফরম্যান্সে গাজীর জয়
৭ মার্চ ২৫
দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির আশা জাগালেও শেষ পর্যন্ত ইমরানুজ্জামান ফেরেন ৭৫ রানে। কয়েক ওভার পর আউট হয়েছেন অমিতও। আজিজুল হক তামিমের বলে খালিদ হাসানের হাতে ক্যাচ দিয়েছেন ৬৩ রানের ইনিংস খেলা এই ব্যাটার। শেষের দিকে মার্শাল ৪০ এবং তাইবুর ৩৫ রান করে অগ্রণী ব্যাংকের জয় নিশ্চিত করেন। গুলশানের হয়ে মেহেদী দুটি এবং আজিজুল তামিম নিয়েছেন একটি উইকেট।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২২২ রানের বেশি করতে পারেনি গুলশান। ডিপিএলের নবাগত দলটির হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন লিটন। এ ছাড়া খালিদ ২৩, মইনুল ইসলাম ২২ এবং হাবিবুর শেখ মুন্না ২১ রান করেছেন। অগ্রণী ব্যাংকের হয়ে আরিফ আহমেদ তিনটি এবং রবিউল হক ও রুয়েল মিয়া দুটি করে উইকেট নিয়েছেন।