promotional_ad

৭ বছর পর ৮ নম্বরে সাকিব, ব্যাখ্যা দিলেন কোচ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

সিঙ্গাপুর থেকে ফিরে শুক্রবারই খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন সাকিব আল হাসান। আগে বোলিং করতে নেমে কোনো উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র ২১, ডট বল ১০টি। এরপর রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রংপুর। দলটির ব্যাটিং অর্ডারে সাকিবকে দেখতে দর্শকদের অপেক্ষা করতে হয়েছে সপ্তম উইকেট পর্যন্ত। তাও আবার দলের শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে।


সেখানে সফল হতে পারেননি সাকিব। আউট হয়েছেন ৪ বলে ২ রান করে। এর আগে সাকিবকে কবে শুধুমাত্র স্পিন বোলিং অলরাউন্ডারের ভূমিকায় দেখা গেছে সেটা খুঁজতে পেছনে ফিরতে হবে ৭ বছর আগে। বিপিএলে এর আগে একবার ৮ নম্বরে ব্যাটিং করেছেন তাও ২০১৬ সালে ঢাকা ডিনামাইটসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে।



promotional_ad

শুক্রবারের ম্যাচে সাকিবের আগে ব্যাটিংয়ে নেমেছেন শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই ও নুরুল হাসান সোহানের মতো ব্যাটার। ম্যাচ শেষে সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে ব্যাখ্যা দিতে হয়েছে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলামকে। তিনি জানিয়েছেন পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়ায় সাকিব নিচের দিকে ব্যাট করেছেন।


তিনি বলেন, 'আসলে সাকিব মাত্রই (সিঙ্গাপুর থেকে) এসেছে। অনেকদিন (দলের সঙ্গে) ছিল না। সবাই জানেন তার চোখে একটু সমস্যা আছে। এই অবস্থায় আসলে বোলিংটা করা যায়। তবে ব্যাটিংটা করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি, এজন্য (ওপরের দিকে) ব্যাট করেনি।'


আপাতত চোখের কোনো সমস্যা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। রংপুরের কোচ আরও বলেন, '(ব্যাটিং শেষে ফেরার পর) কোনো সমস্যার কথা বলেনি। আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়, দ্রুত কীভাবে নিজের ছন্দে আসা যায়, সেই চেষ্টা করছে।'



সাকিব ধীরে ধীরে এই সমস্যা কাটিয়ে উঠবে বলেও আশাবাদী সোহেল। তার ভাষ্য, 'আমার সঙ্গে যেটা কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে... ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো দিতেই হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball