promotional_ad

খেলায় নেই, মাঠে ছিলেন তামিম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ দলের স্কিল ক্যাম্প চলছে। এই ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা ওটিস গিবসন একাদশ এবং রায়ান কুক একাদশ নামে ভাগ হয়ে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। প্রথম দুই দিনের ম্যাচটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ (শুক্রবার) মাঠে গড়িয়েছে।


এর আগের দিনই দুই দলের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ম্যাচের স্কোয়াডে তামিম ইকবালকে না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। পরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানান এই বাঁহাতি ওপেনার পায়ের ইনজুরিতে পড়েছেন।



promotional_ad

যদিও সেই ইনজুরি খুব বেশি গুরুতর নয়। বাড়তি সতর্কতার কারণে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তাকে। ম্যাচ না খেললেও এদিন মাঠেই ছিলেন তামিম। ম্যাচের বিরতিতে তামিমের জন্য মাঠের মাঝেই নেটের ব্যবস্থা করা হয়। কিছুক্ষণ পর ব্যাট প্যাড নিয়ে নেমে পড়েন তিনি।


তাকে বল থ্রো করতে দেখা গেছে জাতীয় দলের বোলিং কোচ ওটিস গিবসনকে। তাকে বোলিং করেছেন ফিল্ডিং কোচ রায়ান কুকও। একবার তামিমকে আউট করেন এই প্রোটিয়া ফিল্ডিং কোচ।


পৌনে ঘণ্টা অনুশীলনের পর তামিম আবারও ড্রেসিংরুমে ফিরে যান। জানা গেছে আগামী দুই প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন তিনি। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর ১৩ অক্টোবর থেকে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball