ঝড়ের জন্য তৈরি হও নেপালঃ গেইল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। টুর্নামেন্টে পোখারা রাইনোসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান এই তারকা।
আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নেপালের ঘরোয়া এই টুর্নামেন্ট। এ বছর বসতে যাচ্ছে টুর্নামেন্টটির চতুর্থ আসর। আগের তিনটি আসরে দেখা না গেলেও এবার ইপিএলে অংশ নিচ্ছেন গেইল।

সম্প্রতি নেপালের ক্রিকেট ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন গেইল। এই মারকুটে ব্যাটসম্যান বলেছেন, 'নেপাল গেইল ঝড়ের জন্য তৈরি হও। এটা দারুণ কিছু হতে চলেছে। খুব দ্রুতই দেখা হচ্ছে।'
ইপিএলের ব্যবস্থাপনা পরিচালক আমির আখতার জানিয়েছেন, গেইলকে খেলার জন্য রাজি করাতে তাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। গত তিন বছরের সফল আয়োজন গেইলকেও উদ্বুদ্ধ করেছেন বলে মনে করেন তিনি
তিনি বলেছেন, 'এই লিগকে পরিণত করতে এবং আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্য করে তুলতে ক্রিস গেইলের মতো কাউকে দরকার ছিল। গত তিন বছরের কঠিন পরিশ্রম তাকে খেলার জন্য রাজি করাতে সাহায্য করেছে এবং তাঁর কাছে লিগটিকে গ্রহণযোগ্য করে তুলেছে।'