শামসুর-ফ্রাইলিঙ্কের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল খুলনা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শামসুর রহমানের হাফ সেঞ্চুরি এবং রবি ফ্রাইলিঙ্কের দায়িত্বশীল ইনিংসে ভর করে রাজশাহী রয়্যালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে খুলনা। ইনিংসের দ্বিতীয় বলেই রহমানউল্লাহ গুরবাজ কামরুল ইসলাম রাব্বির হাতে ক্যাচ দিয়ে আউট হন। ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজ আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রানের খাতা খোলার আগেই।

একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলছিলেন রাইলি রুশো। তিনি রাইলি রুশো ৩৫ রান করে ফেরার পর খুলনার রান বাড়াতে থাকেন রবি ফ্রাইলিঙ্ক এবং শামসুর রহমান। দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নিয়ে শামসুর ফিরেছেন ৪৬ বলে ৫৫ রান করে আউট হয়েছেন।
তাঁর ইনিংসটি সজানো ছিল ৪টি চার এবং ১টি চারে। এরপর শহিদুল ইসলাম ৬ রান করে আউট হয়েছেন। ফ্রাইলিণহগক ৩৫ রান করে ফিরেছেন রবি বোপারার শিকার হয়েছেন।
শেষদিকে মোহাম্মদ আমির ৪ রান করে ফিরলে বেশিদূর এগোতে পারেনি খুলনা। শফিউল ২ এবং তানভির ০ রান করে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইগার্সঃ ১৪৫/৯ (২০ ওভার) (শামসুর ৫৫, ফ্রাইলিঙ্ক ৩৫, রুশো ৩৫; রাসেল ৪/৩৭)