খুলনার রান বাড়াচ্ছেন শামসুর-ফ্রাইলিঙ্ক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইগার্সঃ ৯৫/৫ (১৪ ওভার) (শামসুর ৩১*, ফ্রাইলিঙ্ক ১৬*)
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল।
ফ্রাইলিঙ্ক-শামসুরের ব্যাটে রান বাড়াচ্ছে খুলনাঃ

রাইলি রুশো ৩৫ রান করে ফেরার পর খুলনার রান বাড়াতে থাকেন ফ্রাইলিঙ্ক এবং শামসুর।
রাব্বির জোড়া শিকারঃ
পঞ্চম ওভারে বল করতে এসে জোড়া শিকার করেছেন রাব্বিও। নিজের দ্বিতীয় বলে ১ রান করা মুশফিকুর রহিমকে ক্যাচ বানিয়েছেন লিটন দাসের। এরপর নাজমুল হোসেন শান্তকে রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন এলবিডব্লিউ করে।
শুরুতেই বিপর্যয়ে খুলনাঃ
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে খুলনা। ইনিংসের দ্বিতীয় বলেই রহমানউল্লাহ গুরবাজ কামরুল ইসলাম রাব্বির হাতে ক্যাচ দিয়ে আউট হন। ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজ আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রানের খাতা খোলার আগেই।
খুলনা টাইগার্সঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, রহমানউল্লাহ গুরবাজ, মেহেদি হাসান মিরাজ, তানভির ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির ও শহীদুল ইসলাম।
রাজশাহী রয়্যালসঃ
অলক কাপালী, ফরহাদ রেজা, কামরুল ইসলাম, আবু জায়েদ, নাহিদু ইসলাম, লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল ও মোহাম্মদ ইরফান।