শিরোপা জেতার লক্ষ্য মিরাজের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে রাজশাহী কিংসের অধিনায়ক ছিলেন মিরাজ। এবার বঙ্গবন্ধু বিপিএলে নিজের শহর খুলনার হয়ে খেলবেন এই অলরাউন্ডার। তাঁকে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স।
দলটির হয়ে এবারের বিপিএলে মিরাজের লক্ষ্য শিরোপা জয়। মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানিয়েছেন। নিজেদের দলকে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, 'আসলে প্রত্যেকের লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদেরও লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এর জন্যই আমরা খেলবো। আর আমাদের দলটিতে অনেক ব্যালেন্স আছে বলে আমি মনে করি।'
মিরাজের মতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিন ডিপার্টমেন্টেই তাদের ভালো খেলোয়াড় আছে। দলে আছেন মুশফিকুর রহিম এবং শফিউল ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তাদের সঙ্গে মানিয়ে নিতে পারলে তা দলের জন্যই ভালো হবে বলে মনে করেন মিরাজ।
ডানহাতি এই অলরাউন্ডারের ভাষ্যমতে, 'সব ডিপার্টমেন্টে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমাদের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তাঁদের সঙ্গে যোগাযোগ সেভাবে করতে পারলে ভালো হবে।'