promotional_ad

দ্বিতীয় রাউন্ডে খেলা হচ্ছে না সাদমান-এবাদতের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলা হচ্ছে না বাংলাদেশ টেস্ট দলের দুই সদস্য এবাদত হোসেন এবং সাদমান ইসলামের। এবাদত দ্বিতীয় রাউন্ড থেকে বিশ্রাম চেয়েছেন।


সাদমান তাঁর মায়ের অস্ত্রোপচারের জন্য ছুটি নিয়েছেন। বুধবার সাদমানের ছুটি এবং এবাদতের বিশ্রামের আবেদন গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার।



promotional_ad

এবাদত সদ্যই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফর থেকে ফিরেছেন। এই সফরে লম্বা স্পেলে বোলিং করেছেন তিনি। তাই বাশার মনে করেন এবাদতের বিশ্রামটা প্রয়োজন। এ কারণেই তাঁকে বিশ্রাম দেয়া হয়েছে।


এ প্রসঙ্গে জাতীয় দলের এই নির্বাচক বলেন, ‘এবাদত শ্রীলঙ্কা সফরে অনেক ওভার বোলিং করেছে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। সে বিশ্রাম চেয়েছে। আমরাও মনে করি তার কিছুটা বিশ্রাম প্রয়োজন। তাই সে দ্বিতীয় রাউন্ডে খেলবে না।’


সাদমানের ছুটি প্রসঙ্গে হাবিবুল বাশার বলেছেন, ‘সাদমানের মায়ের অস্ত্রোপচার হবে এবং সে এমন সময় তার মায়ের পাশে থাকতে চায়। মানবিক দিক বিবেচনা করে এবং আমরা অনুভব করেছি এই সময় তার মায়ের পাশে থাকার প্রয়োজন।’



দ্বিতীয় রাউন্ড খেলা হচ্ছে না বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানেরও। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে  মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন। তাকেও বিশ্রাম দিয়েছে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball