promotional_ad

জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তাসকিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ড থেকে মাঠে ফেরার পরিকল্পনা করছেন পেসার তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইন ইনজুরি কাটিয়ে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ডানহাতি এই পেসার।


পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার (১৬ অক্টোবর) বোলিং করেছেন তাসকিন। এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের বিপক্ষে ৬ ওভার বোলিং করেছেন তিনি। 



promotional_ad

বৃহস্পতিবার বোলিং নেই তাঁর, এদিন রানিং এবং জিম সেশনে ঘাম ঝরাবেন তিনি। বুধবার বোলিং অনুশীলন শেষে তাসকিন বলেছেন, ‘সময়ের সাথে সাথে উন্নতি হচ্ছে। এনসিএলের তৃতীয় রাউন্ড দিয়ে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে ফেরার চেষ্টায় আছি। বাকিটা আল্লাহর উপর। কারণ আমি দেখেছি, আমার জীবন যখন ভালোভাবে এগোয় তখনই কোনো না কোনো সমস্যায় পড়ি।’


চট্টগ্রামে যখন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলছে বাংলাদেশ, সে সময় ঢাকায় অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তাসকিন। সে সময়ই তাঁর পুরনো ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠে।


বাম পাশের এই চোট গ্রেড ওয়ান টিয়ারে পরিণত হয় এবং তাসকিনকে জাতীয় লিগের প্রথম দুটি রাউন্ড থেকে ছিটকে দেয়। তাসকিন জানিয়েছেন, বিসিবির নতুন ফিজিও জুলিও ক্যালেফাতোর পরামর্শ অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়ায় কাজ করছেন তিনি।



সম্পূর্ণ সুস্থ না হয়ে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে ফেরা বোকামি হবে বলে তাসকিনকে পরামর্শ দিয়েছেন ক্যালেফাতো। মোহাম্মদ সাইফউদ্দিনের বদলি হিসেবে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজে ডাক পান তাসকিন। যদিও তিন ম্যাচ সিরিজের কোনো ওয়ানডের একাদশে জায়গা হয়নি তাঁর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball