উদ্বোধনী দিনেই মাঠে নামছে চ্যাম্পিয়নরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) উদ্বোধনী দিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এবং উত্তরা স্পোর্টিং ক্লাব। 


ম্যাচটি শুরু হবে সকাল নয়টায়। দল হিসেবে বেশ শক্তিশালী শেখ জামাল। গত আসরের দল থেকে নুরুল হাসান সোহান, তানবির হায়দার এবং জিয়াউর রহমানকে রেখে দিয়েছে দলটি। 


promotional_ad

এবারের ডিপিএল টি-টুয়েন্টি শিরোপা জয়ী দলটিতে আরও আছেন নাসির হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম,সালাউদ্দিন শাকিলদের মতো ক্রিকেটাররা।


এদিকে এবারের ডিপিএলে নতুন যাত্রা উত্তরা স্পোর্টিং ক্লাবের। গত বছরের ২০শে মে বিকেএসপির তিন নম্বর মাঠে উত্তরা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিলো বিকেএসপি। 


সেই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টে ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় উত্তরা। ফলে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দুই দলের জন্যই দরজা খুলে যায় ডিপিএলের। 


শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), তানবির হায়দার।


উত্তরা স্পোর্টিং ক্লাবঃ তানজিদ হাসান, আনিসুল ইসলাম ইমন, জনি তালুকদার, মিনহাজ খান রিফাত, নাইমুল ইসলাম, আব্দুর রশিদ, সোহেল রানা, নাহিদ হাসান, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহানগীর আলম, শেখ হুমায়ুন, মোহাইমিনুল খান (অধিনায়ক)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball