রান করেই যাচ্ছেন সৌম্য

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রাজশাহী ডিভিশনের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক খুলনা। ম্যাচটিতে ইতিমধ্যে টসে জিতে ব্যাট করছে তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের সংগ্রহ ৪ উইকেটে হারিয়ে ১৬৭ রান।
এই ম্যাচের ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন দারুণ ফর্মে থাকা সৌম্য সরকার। তবে ফিফটি হাঁকালেও সেটাকে শতকে পরিণত করতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটসম্যান। সাজঘরে ফিরেছেন ৬৬ রান করে।

সৌম্যর মতো এনামুল হক বিজয়ও সাজঘরে ফিরেছেন ফিফটি হাঁকিয়ে। তাঁর ব্যাট থেকে এসেছে ৫৬ রান। ২০ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন অভিজ্ঞ তুষার ইমরান।
এদিকে দিনের অপর খেলায় চট্টগ্রামের বিপক্ষে ব্যাট করছে ঢাকা ডিভিশন। আব্দুল মজিদের ৭২ রানের উপর ভর করে তাঁদের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান।
আরেক ওপেনার সাইফ হাসান ফিরেছেন ৪১ রান করে। ৪৩ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন শুভাগত হোম। তাঁকে সঙ্গ দেয়া নাজমুল হোসেন মিলন অপরজাইত আছেন ১৪ রানে।
চট্টগ্রামের পক্ষে বল হাতে প্রতিপক্ষকে একাই ব্যাকফুটে ঠেলে দিয়েছেন স্পিনার নায়েম হাসান। ৭৪ রান দিয়ে এই তরুণ অফ স্পিনারের শিকার ৪ উইকেট।