নতুন দলে যোগ দিচ্ছেন নিষিদ্ধ বেনক্রফট

বেনক্রফট
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ভোগ করছেন অজি ওপেনার ক্যামেরন বেনক্রফট। তাকেই এবার নতুন দলে যোগ দেয়ার অনুমতি দিয়েছে অজি ক্রিকেট বোর্ড।২০১৯ সালে ডারহামে যোগ দিবেন তিনি।


২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ম্যাচে বল টেম্পারিং করে ধরা পড়েন এই ক্রিকেটার। তার সঙ্গে দলটির অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারেও অভিযুক্ত হন।


promotional_ad

তা প্রমাণ হলে ওয়ার্নার ও স্মিথকে ক্রিকেট অস্ট্রেলিয়া ১২ মাসের জন্য নিষিদ্ধ করে। সঙ্গে বেনক্রফটকে নিষিদ্ধ করা হয় ৯ মাসের জন্য। নিষেধাজ্ঞা থাকলেও গত মে মাসে বিশেষ ব্যবস্থায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি লীগে খেলার অনুমতি পান বেনক্রফট।


বিবিসি জানিয়েছে, আগামী বছর থেকে ডারহামের হয়ে সব ধরনের ক্রিকেটে মাঠে নামবেন ২৫ বছর বয়সী এই অজি ক্রিকেটার। খেলার সুযোগ পেয়ে ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেনক্রফট।


তিনি বলেছেন, ‘অ্যাশেজ এবং বিশ্বকাপ দুটি টুর্নামেন্টই ২০১৯ সালে যুক্তরাজ্যে হবে। এখানে খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।’


ডারহামের কোচ জন লুইস আশা প্রকাশ করেছেন, বেনক্রফটের অন্তর্ভূক্তি তার দলের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবে। এই অজি ক্রিকেটার দলের সকল প্রত্যাশা পূরণ করতে পারবেন বলেও বিশ্বাস এই কোচের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball