ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ

ছবি:

আগামী জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সফরে থাকছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি। ৪ই জুলাই অ্যান্টিগা টেস্টের মধ্য দিয়ে শুরু হবে এই সফর।
এদিকে মঙ্গলবার দিন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই সফরের পুর্ন সূচি প্রকাশ করেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচিঃ-

জুলাই ৪- জুলাই ৮ ---> প্রথম টেস্ট, অ্যান্টিগা
জুলাই ১২- জুলাই ১৬ ---> দ্বিতীয় টেস্ট, জ্যামাইকা
জুলাই ২২ ---> প্রথম ওয়ানডে, গায়ানা
জুলাই ২৫ ---> দ্বিতীয় ওয়ানডে, গায়ানা
জুলাই ২৮ ---> তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস
জুলাই ৩১ ---> প্রথম টি-টুয়েন্টি, সেন্ট কিটস
আগস্ট ৪ ---> দ্বিতীয় টি- টুয়েন্টি, ফ্লোরিডা
আগস্ট ৫ ---> তৃতীয় টি- টুয়েন্টি, ফ্লোরিডা