টাইবুর চোখে টাইগারদের উন্নতির গ্রাফ

ছবি:

জিম্বাবুয়ে ক্রিকেট দলকে ধরা হয় বাংলাদেশ ক্রিকেট দলের বন্ধুরাষ্ট্র হিসেবেই। ১৫ বছর আগে টাইগারদের শুরুর দিনের হাতেখড়ি হয়েছিলো দলটির সাথে খেলেই। আর তখন সেই দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন টাতেন্দা টাইবু।
আর তাই শুরুর দিনের বাংলাদেশ দলের সাথে এখনকার বাংলাদেশ দলের পার্থক্য করতে পারেন জিম্বাবুয়ে দলের সাবেক অধিনায়ক টাতেন্দা টাইবু। ক্রিকফ্রেঞ্জিকে দেয়া ব্যক্তিগত এক সাক্ষাৎকারে তিনি জানান,
'শেষ ১৫ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে আমি আস্তে আস্তে বাড়তে দেখেছি। স্বপ্নযাত্রার শুরু করেছিলো হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ, জাভেদ ওমররা। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তারাই তুলে ধরে।'

'১৫ বছর আগে বাংলাদেশের ক্রিকেটারদের যেভাবে দেখা হতো এবং এখন যেভাবে দেখা হয় তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখন সেখানে অনেক তারকা ক্রিকেটার আছে। এটাই প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেটে কতোটা এগিয়েছে।'
একইসাথে জিম্বাবুয়ের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন টাইগারদের মধ্যে তার প্রিয় ক্রিকেটারের নামও। টাতেন্দা টাইবুর চোখে মাশরাফি বিন মর্তুজা একটু বেশিই প্রিয়।
'মাশরাফি আমার প্রিয় ক্রিকেটার। আমি হয়তো তার প্রতি কিছুটা আবেগি, কেননা তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। সে আমার ভালো বন্ধু। মাঠে আমরা অনেক লড়াই করেছি, তবে আমরা একে অপরকে ভীষণ সম্মান করি।'