ওপেনিংয়ের সমাধান হতে চান শান্ত

ছবি:

জাতীয় দলে জায়গা করে নেওয়ার আগে নিজের ফিটনেস আরও বেশি পরিপক্ব করতে চান নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের পাইপলাইনে থাকা এই ক্রিকেটার মঙ্গলবার দিন কথা বলেছেন নিজের ফিটনেস প্রসঙ্গে।
'অনূর্ধ্ব-১৯ পর্যায়ে থাকতে আমি যেভাবে কাজ করেছি, আমার ফিটনেস যেমন ছিলো, আমি যদি তা ধরে রাখতে পারি, তাহলে ভবিষ্যতে সব কিছু আমার জন্য সহজ হবে। চেষ্টা করছি, এখন যে পর্যায়ে আছি, সেখান থেকে সামনে যাওয়ার এবং এখন যে ফিটনেস আছে, তা ধরে রাখার।'
দেশের হয়ে এখন পর্যন্ত শান্ত খেলেছেন মাত্র একটি টেস্ট, সেটাও গত বছরের শুরুতে। কিউইদের বিপক্ষে ক্রাইস্টচার্চে সেবার দুই ইনিংস খেলে ৩০ রান করেছিলেন তিনি। তবে রান করা ভিন্ন বিষয়, জাতীয় দলের আমেজ সেবারই বুঝেছিলেন শান্ত।

'প্রথম টেস্টটা খেলার পর অনেক কিছু বুঝতে পেরেছি। টেস্ট কিভাবে খেলা উচিত, তা বুঝেছি এবং ঘরোয়া পর্যায়ে সেভাবেই খেলার চেষ্টা করেছি। আশা করছি, সামনে সুযোগ পেলে ভালো কিছু করতে পারবো।'
আর সুযোগ পেলে দলের ঠিক কোন জায়গায় খেলবেন সেটাও মনে মনে ঠিক করতে ফেলেছেন শান্ত। আপাতত তার লক্ষ্য কোনও সিরিজে সুযোগ পেলে পুরো সিরিজ মাতিয়ে দেওয়ার।
'উপরের দিকে তামিম ভাইয়ের সঙ্গে এখনো কেউ ঠিকভাবে সেট হয়ে যায়নি… আমি অবশ্য বলছি না যে, আমি সেখানেই জায়গা করে নিবো। আমার উদ্দেশ্য হলো নিজের ধারাবাহিকতা ধরে রাখা। যে কোনো আসরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো খেলার চেষ্টা করি। সুযোগ পেলে সেটাই করবো।'