প্রতিযোগিতা উপভোগ করছেন এনামুল

ছবি:

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের শেষে ইনজুরিতে পড়েন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়। এরপর থেকেই জাতীয় দলে ব্রাত্য ছিলেন তিনি। ফিরেছেন চলতি বছরের শুরুতে।
শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলে আবারো হারিয়ে গিয়েছেন তিনি। এমনকি শেষবার নিদাহাস ট্রফিতেও দেখা যায়নি তাকে। এদিকে তার জায়গায় দলে ঢুকেছেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।
পারফর্মেন্সও করেছেন দারুণভাবে। আসন্ন আফগান সিরিজে জায়গা মেলার সম্ভাবনা কম বিজয়ের, একথা বলাই বাহুল্য। তবে এই ধরণের প্রতিযোগিতা উপভোগ করছেন বিজয়।

সোমবার দিন মিডিয়ার সামনে জানান, 'প্রতিযোগিতা থাকা দরকার। এটা থাকলে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। প্রতিযোগিতা থাকলেই আমার কাছে মনে হয় সেরা পারফরম্যান্সটা বের হয়ে আসে।
'এটা দেশের ক্রিকেটের জন্য ভালো দিক। আমরাও চাইবো এটা যেন থাকে। আর যে ভালো পারফর্ম করবে, করতে থাকবে সেই বাংলাদেশ দলে খেলুক এটাই আমরা চাই।'
একইসাথে নিজের উন্নতি করার জায়গা গুলো খতিয়ে দেখছেন বিজয়। এমনকি নতুন করে ভাবছেন ফিটনেস নিয়েও। এছাড়া ঘরোয়া লীগে ভালো খেলার স্পৃহা তো আছেই।
'উন্নতি করার জায়গা সবসময়ই থাকে। আমিও চেষ্টা করছি। ফিটনেস নিয়েও করেছি। জিমে বলেন, সাঁতার বলেন, চেষ্টা করছি। বুঝতে পারছি উন্নতি হচ্ছে। টিম ম্যানেজমেন্টের সবাইও একই কথা বলছে।
'এবার প্রিমিয়ার লিগে ভালো করেছি। এটা কাজে দেবে। গত দুটি বিপিএল খেলেছি, এটা হয়তো টি-টিয়েন্টিতে কাজে দেবে। আশা করছি যে উন্নতি হয়েছে সেটাই আন্তর্জাতিক ক্রিকেটে মেলে ধরার।'