ভিডিও বিশ্লেষণ চলছে...

ছবি:

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজটি কঠিন হবে বলে মনে করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এমনকি প্রধান নির্বাচক বা অন্যান্য বোর্ড পরিচালকরাও বিভিন্ন সময়ে দেয়া সাক্ষাৎকারে একই কথাই বলেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন তো দলকে রীতিমতো সতর্কবাণীই দিয়েছিলেন কিছুদিন আগে। বিশেষত আফগানিস্তানের দুই স্পিনার মুজব উর রহমান আর রাশিদ খানকে নিয়েই ছিল তার সতর্কবার্তা।
এবার জানা গেলো এই দুই স্পিনারের বোলিং ফুটেজ নিয়ে বিশেষভাবে কাজ করবে বিসিবি। জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয় সোমবার দিন এমনটা জানিয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি কঠিন হবে উল্লেখ করে তিনি জানান, 'খেলার আগে টিম ম্যানেজমেন্ট থেকে একটা পরিকল্পনা হবে। ভিডিও এনালাইসিস হবে। তারা বিশ্বমানের বোলার।
'তাদের দারুণ দারুণ সব বোলার আছে, দারুণ ব্যাটসম্যান আছে। আফগানিস্তানকে হেলা করার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে তারা সফল হচ্ছে। আমরাও সেভাবে বিশ্লেষণ করব। আফগানিস্তান সিরিজটা সহজ যাবে না। কঠিন হবে।'
এদিকে জাতীয় দলে এখনো নিজের জায়গা পরিপক্ব করতে পারেননি বিজয়। বছরের শুরুর দিকে ত্রিদেশীয় সিরিজ খেললেও এরপরে আর দেখা যায়নি তাকে। তবে ঘরোয়া ক্রিকেটে নিজেকে আরও বেশি মেলে ধরার ব্যাপারে সংকল্পবদ্ধ তিনি।
'আন্তর্জাতিকের জন্য তৈরি হতে হলে ঘরোয়া ক্রিকেটে ভালো করতে হবে। এছাড়া সুযোগ কোথায়? আর রানের অভ্যাস থাকলে একসময় হবেই। আগে হয়নি বলে যে আর হবে না এমন তো না।'