চেন্নাইয়ের ওপেনাররা পাত্তাই দিলো না সাকিবদের

ছবি:

আইপিএলে রবিবার দিনের প্রথম খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ওপেনার আম্বাতি রায়ুডুর শতকে ১৯ ওভারেই তা ছুঁয়ে ফেলে চেন্নাই।
৬২ বল খেলে সাতটি চার ও সমান ছক্কায় বরাবর ১০০* রান করেন রায়ুডু। আরেক ওপেনার শেন ওয়াটসন করেন ৫৭ রান। ১৩৪ রানে পড়েছে চেন্নাইয়ের প্রথম উইকেট। চার ওভারে ৪১ রান খরচায় এদিনে উইকেটশুন্য ছিলেন সাকিব আল হাসান।
এদিনে পুনেতে টসে হেরে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ। গত ম্যাচের মতো আবারো বিশাল এক জুটি গড়েছেন ওপেনার শিখর ধাওয়ান ও অধিনায়ক কেন উইলিয়ামসন।

দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে তুলেন ৭৫ বলে ১২৩ রান। ধাওয়ান এদিনে তার তৃতীয় ফিফটি (এবারের আইপিএলে) তুলে নেন। ৪৯ বলে দশটি চার ও তিনটি ছয়ে ৭৯ রান করেন তিনি।
এরপরে ৩৯ বলে পাঁচটি চার ও দুইটি ছয়ে ৫১ রান করা উইলিয়ামসনও ফিরে যান প্যাভিলিয়নে। এবারের আইপিএলে এটা তার সপ্তম ফিফটি। এই দুজনের উইকেট হারালে শেষদিকে ১১ বলে ২১* রানের ছোটো ক্যামিও খেলেন দিপক হুদা।
সাকিব আল হাসান ৬ বল খেলে একটি চারের সাহায্যে করেন ৮* রান। শেষ পর্যন্ত চার উইকেটে ১৭৯ রান করেছে হায়দ্রাবাদ। চেন্নাইয়ের পেসার শার্দুল ঠাকুর ৩২ রানের বিনিময়ে ২ উইকেট পান।