ভারতে যাওয়ার দিনক্ষণ নির্ধারণ

ছবি:

অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে টি-টুয়েন্টি সিরিজের বেশি কিছু আয়োজন করতে রাজি নয়।
এই ঘটনার নিন্দা আগেই জানিয়েছিল বিসিবি। কিন্তু এবার আর এই বিষয়টি নিয়ে ভাবতে রাজি নয় বিসিবির কর্তারা। বোর্ড পরিচালক আকরাম খানের কথা শুনে অন্তত তাই মনে হল।
'আসরে সিরিজটা হবে কি হবে না এই অবস্থায় ছিল। এখন তারা খেলতে পারবে না বলে জানিয়েছে। আমরাও আসলে এটা নিয়ে আর ভাবছি না। আমাদের অনেকগুলো সিরিজ আছে, ওসব নিয়েই ভাবছি। এই সিরিজ সামনের বছর হতে পারে।'

এদিকে আফগানিস্তান সিরিজকে সামনে রেখে এরই মাঝে ক্যাম্প শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। রবিবার সকাল থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ট্রেনার মারিও ভিল্লাভারায়নের ফিটনেস ক্যাম্পে যোগ দিয়েছেন।
সকাল সাড়ে আটটায় তালিকায় থাকা ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দিয়েছেন। আইপিএলে ব্যস্ত থাকা দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ক্যাম্পে যোগ দিচ্ছেন না। এছাড়া বাকী সদস্যরা ফিটনেস ক্যাম্পে ছিলেন।
ট্রেনার মারিও আগামী চারদিন ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন। টাইগারদের সাবেক অধিনায়ক আকরাম খান কথা বলেছেন আসন্ন আফগানিস্তান সিরিজ নিয়েও।
'বাংলাদেশ টিম যাচ্ছে ২৯ তারিখে। সেখানে আফগানিস্তান তাদের কিছু ক্রিকেটার ও স্থানীয় কয়েকজনকে নিয়ে একটা দল গড়ে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। তবে এখন পর্যন্ত এটা নিয়ে নিশ্চিত করে বলতে পারছি না কিছু।'