ক্রিকেট অস্ট্রেলিয়াকে উদারতার দৃষ্টান্ত দেখালো বিসিবি
ছবি:

এখন পর্যন্ত দুইবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছে বাংলাদেশ। সেটা ছিল ২০০৩ ও ২০০৮ সালে। তবে এমসিজি, সিডনি, ব্রিসবেন বা অ্যাডিলেডের মতো বিশ্ববিখ্যাত ভেন্যুতে খেলেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত তুলনামূলক অপরিচিত দুই মাঠ কেয়ার্নস ও ডারউইনে খেলেছে তারা।
এবারও ঠিক একই ভেন্যুতে খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত টেস্ট সিরিজের বদলে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, এমনটাই ঠিক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মূলত আর্থিকভাবে লাভজনক হবে না বলেই টেস্ট সিরিজটি বাতিল করেছে তারা। আর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিসিবি। এতদিন অবশ্য বিসিবি এই ব্যাপারে মুখ খুলেনি। বৃহস্পতিবার দিন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সংবাদমাধ্যমকে জানান,
'তারা তাদের দিকটা দেখছে, আর্থিক বিষয়টি বিবেচনা করছে। অবশ্যই এটা দুঃখজনক। আমরা আমাদের দেশে বিভিন্ন সময়ে যে সিরিজগুলো আয়োজন করে থাকি, সব সময়ই যে লাভজনক হয়, তা নয়।
'অনেক সময় আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে অনেক সিরিজ-টুর্নামেন্ট আমরা আয়োজন করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই ক্ষতি সামলে নিতে পারে আশা করি বড় বোর্ডগুলোও পারবে।'
উল্লেখ্য, টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ১৭ বছর চলে যাওয়ার পরেও বাংলাদেশকে অবজ্ঞাই করে এসেছে অস্ট্রেলিয়া। নিজেদের দেশে তো আতিথ্য দেয় নি, বরঞ্চ বাংলাদেশে আসতেও অনেক জলঘোলা করেছে তারা। তবে কি বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় সম্পর্ক অনেকটাই খারাপ?
নিজাম উদ্দিন চৌধুরী মনে করেন; 'সেটা ঠিক নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া নানা সময়ে বিসিবিকে সহযোগিতা করেছে। টেস্ট মর্যাদা পাওয়ার পর তাদের সঙ্গে কিছু দ্বিপক্ষীয় প্রতিশ্রুতি ছিল। অনেক কর্মসূচিতে তারা আমাদের সহযোগিতা করেছে। এই যে সহযোগিতা করেছে, তাতে আমাদের সম্পর্ক থাকবে, ভবিষ্যতে আরও উন্নতি হবে।'