promotional_ad

কেন্দ্রীয় চুক্তিতে ৫০ জনও থাকতে পারেঃ পাপন

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গতবারের চুক্তি থেকে ২০১৮ সালের নতুন চুক্তিতে বাদ পরেছেন মোট ছয়জন ক্রিকেটার।  অর্থাৎ, ২০১৮ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে মোট ১০ জন ক্রিকেটারকে। 


গত বুধবার বিসিবির এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে ছিলেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান এবং কামরুল ইসলাম রাব্বি।


আর ২০১৮ সালের চুক্তিতে আছেন দশজন ক্রিকেটার। তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।



promotional_ad

বিসিবির ভেতরের খবর এই দশজনের সঙ্গে আরও তিনজন যুক্ত করে মোট ১৩ জনকে নিয়েই হবে এবারের কেন্দ্রীয় চুক্তি। কিন্তু শুক্রবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ভিন্ন কথা। কলকাতায় আইসিসির সভা শেষে তিনি জানান,


'আমরা কেন্দ্রীয় চুক্তি আরও বড় করেছি। এ ক্যাটাগরিতে নির্ধারিত সংখ্যক ক্রিকেটার থাকবে না। পারফর্মেন্সের ভিত্তিতে চুক্তি করা হবে। যে ভালো করবে সে এ ক্যাটাগরিতে ঢুকতে পারবে।


'আগে আমাদের চুক্তিতে ১৬ জন ছিল। এখন সেটা আরও বড় হতে পারে। ৫০ জনও হতে পারে। সবার জন্যই পথ খোলা, তবে সেটা পারফর্মেন্সের উপরে নির্ভর করবে। মোসাদ্দেক বা লিটনরাও এ ক্যাটাগরিতে জায়গা করে নিতে পারে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball