এই মুস্তাফিজ ও সেই মুস্তাফিজের পার্থক্য জানালেন সাঙ্গাকারা

ছবি:

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। টি-টুয়েন্টি দিয়ে অভিষেক হওয়া এই পেসার নিজের প্রথম ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছিলেন।
অভিষেকের পর আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছর কাটিয়ে ফেলেছেন এই বাঁহাতি পেসার। পার করেছেন নানা বাঁধা-বিপত্তি এবং উত্থান পতন। মাঝে ইনজুরিতে পরে মাঠের বাইরেও থাকতে হয়েছে তাকে।
ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই খেলার বাইরে ছিলেন মুস্তাফিজ। কাঁধের ইনজুরি ভোগাচ্ছিল তাকে। ফিরেছেন গত বছরের বিপিএলের মাঝে। এরপরে বছরের শুরু থেকেই টানা ক্রিকেট খেলছেন তিনি।

এর আগেও একই ইনজুরিতে ভুগেছেন ২০১৭ সালের শুরুতেই। আর বারবার একই ইনজুরিতে পরায় তার বোলিংয়ে আগের মতো সেই ধার খুঁজে পাওয়া যাচ্ছে না।
এবারে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেছেন পাঁচটি ম্যাচ। সেখানে তার বোলিং ফিগার যথাক্রমে ১/৩৯, ৩/২৪, ১/২৫, ০/৫৫ এবং ১/৩৫। দুটো ম্যাচে কম ইকোনমিতে বল করলেও খরুচে ছিলেন বাকী তিনটিতে।
তার বোলিংয়ের সমস্যা ধরতে পেরেছেন সাবেক লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে এসে মুস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি বলেন,
'মুস্তাফিজের বোলিংয়ে অনেক বৈচিত্র্য রয়েছে। সে কাঁধের একটি বড় ইনজুরি থেকে ফিরেছে। মুস্তাফিজ হয়তো আগের সেই বোলার নেই। কিন্তু সে এখনো খুবই ভালো বোলার। তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য থাকলেও নিয়ন্ত্রন নিয়ে কাজ করতে হবে তার।'