টি-টুয়েন্টিকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে বিসিবি

ছবি:

ভারতে গিয়ে বাংলাদেশ দলকে তিনটি ওয়ানডে খেলার জন্য আহ্বান জানিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এএফবি)। কিন্তু ভারতের উত্তরাখন্ডের দেরাদুনে জুনের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া সেই সিরিজে ওয়ানডের বদলে টি-টুয়েন্টি খেলার পাল্টা প্রস্তাব দিয়েছে বিসিবি।
এএফবিকে রাজিও করিয়েছে তারা। এদিকে সামনের বছরেই ক্রিকেট বিশ্বকাপ। এবার হয়তো ওয়ানডে খেললেই ভালো হতো বাংলাদেশ দলের। কিন্তু তার বদলে টি-টুয়েন্টি কেন?
এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন 'জুন থেকে আমাদের (টানা) খেলা শুরু হচ্ছে। সামনে ২০১৯ বিশ্বকাপ। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তেমন টি-টুয়েন্টি ম্যাচই নেই আমাদের। সব টেস্ট। আগে বাংলাদেশ তেমন টেস্ট খেলত না।

'এখন ৩৫টা টেস্ট খেলবে। এত টেস্ট আগে খেলিনি। ৩৫ টেস্ট আছে, ওয়ানডেও আছে। এই সময়ে আমাদের টি-টুয়েন্টি ম্যাচ খুব একটা নেই। আমরা টি-টুয়েন্টি খুব একটা ভালোও খেলি না। আমরা চাচ্ছি যত জায়গায় সুযোগ পাওয়া যায় টি-টুয়েন্টি খেলবো।'
অথচ এই ৩৫ টি টেস্ট বাংলাদেশ ২০২৩ সালের মধ্যে খেলবে বাংলাদেশ। এর আগেও বছরে সাতটি করে টেস্ট খেলেছে বাংলাদেশ। আর টি-টুয়েন্টি নিয়ে বোর্ড প্রধানের যুক্তিতেও গরমিল দেখা যাচ্ছে।
কেননা ২০২০ সালে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল টি-টুয়েন্টি ম্যাচ খেলবে অন্তত ১৮টির মতো! সেই বিবেচনায় এবার হয়তো ওয়ানডেই খেলতে পারতো বাংলাদেশ দল।