promotional_ad

টি-টুয়েন্টিকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে বিসিবি

promotional_ad

ভারতে গিয়ে বাংলাদেশ দলকে তিনটি ওয়ানডে খেলার জন্য আহ্বান জানিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এএফবি)। কিন্তু ভারতের উত্তরাখন্ডের দেরাদুনে জুনের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া সেই সিরিজে ওয়ানডের বদলে টি-টুয়েন্টি খেলার পাল্টা প্রস্তাব দিয়েছে বিসিবি।


এএফবিকে রাজিও করিয়েছে তারা। এদিকে সামনের বছরেই ক্রিকেট বিশ্বকাপ। এবার হয়তো ওয়ানডে খেললেই ভালো হতো বাংলাদেশ দলের। কিন্তু তার বদলে টি-টুয়েন্টি কেন?


এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন 'জুন থেকে আমাদের (টানা) খেলা শুরু হচ্ছে। সামনে ২০১৯ বিশ্বকাপ। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তেমন টি-টুয়েন্টি ম্যাচই নেই আমাদের। সব টেস্ট। আগে বাংলাদেশ তেমন টেস্ট খেলত না। 



promotional_ad

'এখন ৩৫টা টেস্ট খেলবে। এত টেস্ট আগে খেলিনি। ৩৫ টেস্ট আছে, ওয়ানডেও আছে। এই সময়ে আমাদের টি-টুয়েন্টি ম্যাচ খুব একটা নেই। আমরা টি-টুয়েন্টি খুব একটা ভালোও খেলি না। আমরা চাচ্ছি যত জায়গায় সুযোগ পাওয়া যায় টি-টুয়েন্টি খেলবো।'


অথচ এই ৩৫ টি টেস্ট বাংলাদেশ ২০২৩ সালের মধ্যে খেলবে বাংলাদেশ। এর আগেও বছরে সাতটি করে টেস্ট খেলেছে বাংলাদেশ। আর টি-টুয়েন্টি নিয়ে বোর্ড প্রধানের যুক্তিতেও গরমিল দেখা যাচ্ছে।


কেননা ২০২০ সালে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল টি-টুয়েন্টি ম্যাচ খেলবে অন্তত ১৮টির মতো! সেই বিবেচনায় এবার হয়তো ওয়ানডেই খেলতে পারতো বাংলাদেশ দল।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball