এমন বাংলাদেশে অবাক কার্তিক

ছবি:

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ দল। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্মেন্স ওঠানামা করছে লাল সবুজের প্রতিনিধিদের।
তবে সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে খেলা ম্যাচগুলোতে শক্তিশালী দল হিসেবেই প্রতিষ্ঠিত বাংলাদেশ। বিদেশের মাটিতেও আছে নিজেদের পরিণত করার ছাপ।
আর এতেই বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। নিদাহাস ট্রফির ফাইনালের আগের দিন গণমাধ্যমের সামনে নিজের বিস্ময় প্রকাশ করেছেন তিনি। সাংবাদিকদের কথা প্রসঙ্গে তিনি জানান,

'বিশেষ করে উপমহাদেশের মাটিতে দারুণ ভয়ঙ্কর বাংলাদেশ দল। তাদের ক্ষিপ্রতা পড়ার মতো। শুরু থেকেই তারা দারুণ পরিশ্রমী। তারা টেস্ট স্ট্যাটাস পেয়েছে, বেশিদিন হয়নি।
'কিন্তু তাদের দেখলে সেটা মনেই হয়না। কেননা তিন ফরম্যাটের ক্রিকেটেই তারা মনোযোগ দিয়েছে, সফলতার মুখও দেখছে।'
আগামীকাল কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে লড়বে বাংলাদেশ এবং ভারত। আর এই ম্যাচ জিতে ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো কোনো শিরোপা অর্জন করতে চায় বাংলাদেশ।