দুর্দিনে রনির পাশে মাহমুদুল্লাহ

ছবি:

তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছিলেন আবু হায়দার রনি। শুরুটা করেছিলেন ভালোভাবে, তবে নিজের শেষ ওভারে একটু বেশি খরুচে হওয়ার কারণে শেষ পর্যন্ত চার ওভারে ৪৩ রান দিয়েছেন তিনি।
একই ধরণের পারফর্মেন্স দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছ থেকে। শুরুতে ভালো ভাবে শুরু করলেও শেষে এসে তিন ওভারে ৩১ রান খরচ করেন তিনি।
অথচ নিদাহাস ট্রফির বুধবারের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ হারার পরে অনেক বেশি সমালোচনা হয়েছে আবু হায়দার রনিকে নিয়ে। আর দুর্দিনে অধিনায়ককে পাশে পাচ্ছেন রনি।

তবে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ বোলারদের দুর্বলতা গুলো নিয়ে কাজ করার কথাও জানান। বুধবারের ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দলের বোলারদের প্রসঙ্গে বলেন,
'শুধু আবু হায়দার রনিকে দোষ দেওয়াটা উচিত না। এটা আসলেই উচিত না। প্রথম তিন ওভার সে খুবই ভালো করেছে। শুধু শেষ ওভারটাই একটু খারাপ করে ফেলেছে। স্পিনাররাও ভালো বল করেছে।
'মিরাজের শুরুটা ভালো ছিল। পরে অবশ্য সেও ভালো বল করতে পারেনি। আসলে বোলিংয়ের কিছু কিছু জায়গায় আমাদের কাজ করা উচিত। নয়তো আমরা সামনের দিকে আগাতে পারবো না।'