promotional_ad

আইপিএলে খেলা হচ্ছে না শামির, শঙ্কায় বিশ্বকাপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল মোহাম্মদ শামির। তবে অ্যাঙ্কেলের চোটের কারণে সাদা পোশাকে খেলতে পারেননি তিনি। এই চোটের কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলা হচ্ছে না তার।


এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে তারা জানিয়েছে এই চোটের কারণে অস্ত্রোপচার করাতে হচ্ছে ভারতীয় এই পেসারকে। কদিনের মধ্যেই এ কারণে যুক্তরাজ্যে যেতে হবে তাকে।



promotional_ad

আইপিএলের দল গুজরাট টাইটান্সের অন্যতম বড় ভরসা শামি। গত মৌসুমে দলটির হয়ে ২৮ উইকেট নিয়েছিলেন তিনি। আসন্ন মৌসুমে এই পেসারের শূন্যতা ভোগাতে পারে দলটিকে। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যাওয়ায়র পর আরেকটি ধাক্কাই যেন খেল গুজরাট।


বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘অ্যাঙ্কেলে বিশেষ একটি ইনজেকশন নিতে গত সপ্তাহের শেষের দিকে শামি লন্ডনে ছিল। তাকে বলা হয়েছিল, তিন সপ্তাহ পর ও হালকা দৌড়াতে পারবে এবং সুস্থ হয়ে যাবে। কিন্তু ইনজেকশন কাজ করেনি। তাই একমাত্র বিকল্প হচ্ছে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের জন্য সে আবারও যুক্তরাজ্য যাবে। শামির জন্য আইপিএল খেলা অসম্ভব ব্যাপার।’


সবকিছু ঠিক থাকলে অক্টোবর-নভেম্বরে মাঠে ফিরতে পারেন শামি। ফলে বোঝাই যাচ্ছে এই পেসারকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে ভারতকে। ভারতীয়দের হয়ে গত বিশ্বকাপে শামি ছিল অন্যতম সেরা পারফর্মার।



শুরুর দিকে সুযোগ না পেলেও দলে ফিরে ৭ ইনিংসে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন শামি। এমন পারফরম্যান্সের পর ভারতীয় দলের অটোচয়েজ হিসেবে নিজের নাম লিখিয়েছিলেন এই পেসার। তবে ইনফর্ম শামিকে পেতে লম্বা সময় অপেক্ষায় থাকতে হবে ভারতকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball