promotional_ad

বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কায় যেতে চায় পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে হচ্ছে এশিয়া কাপ। ফলে ভারত ছাড়া বাকি দলগুলোকে দুই দেশে ভ্রমণের জটিলতায় পড়তে হয়েছে। এশিয়া কাপের আয়োজক হয়েও এই সমস্যা এড়াতে পারেনি পাকিস্তান। এরই মধ্যে তারা পাকিস্তান ও শ্রীলঙ্কার নিজেদের গ্রুপ পর্বের দুটি ম্যাচে খেলেছে।


লাহোরে নেপালের বিপক্ষে বড় জয় পেলেও ক্যান্ডিতে ভারতের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এরই মধ্যে তারা সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার তারা বাংলাদেশের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচটি হবে আবার লাহোরে।


ম্যাচের আগে ভ্রমণ জটিলতা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। এই পেস তারকা মনে করেন একজন পেস বোলার হিসেবে এতো ভ্রমণ ক্লান্তি নিঃসন্দেহে ক্ষতিকর। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে এই সূচির সঙ্গে মানিতে নিচ্ছেন তিনি।



promotional_ad

নাসিম বলেন, 'সত্যি কথা বলতে এটা সহজ নয় (টানা ভ্রমণ)। বিশেষ করে একজন পেসার হিসেবে কথা বলা। কিন্তু পেশাদার হিসেবে সূচি যাই হোক না কেন আপনাকে এটা মেনে নিতে হবে। আমরা আমাদের সেরা চেষ্টাটাই করছি এর সঙ্গে মানিয়ে নিতে এবং অনুশীলনের সময়ও চেষ্টা করছি নিজেদের যথাসম্ভব যত্ন নিতে। কারণ আমরা জানি তাপমাত্রা কতটা বেশি। সময়সূচি নিয়ে আপনার কোনো কিছু করার নেই।'


আরো পড়ুন

মঈন আলীর চোখে আফ্রিদি-নাসিমরা সেরা বোলার নন

১৬ মার্চ ২৫
শাহীন শাহ আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে শ্রীলঙ্কায় পাড়ি জমাতে চান নাসিম। আপাতত বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মনোযোগ তাদের। এরপর ভারতের বিপক্ষে লড়বে বাবর আজমের দল। অবশ্যই এখনই ভারতকে নিয়ে মাথা ঘামাতে চান না বলে জোর গলায় জানিয়ে দিয়েছেন পাকিস্তানের এই পেসার।


এ প্রসঙ্গে নাসিম বলেন, 'ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমাদের হাতে কয়েকদিন সময় আছে। আপাতত আমাদের মনোযোগ আগামী কালকের ম্যাচে যাদের বিপক্ষেই হোক। আমাদের লক্ষ্য আমরা যেন নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি এবং জয় নিয়ে শ্রীলঙ্কা যেতে পারি। যখন ভারতের বিপক্ষে ম্যাচ সামনে আসবে তখন সেটা নিয়ে ভাবব।'


পাকিস্তানের প্রস্তুতি নিয়ে নাসিম আরও বলেন, 'শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কন্ডিশন ভিন্ন। টেস্ট সিরিজ ও এলপিএলের কারণে শ্রীলঙ্কার কন্ডিশনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। পাকিস্তানের অবস্থা কিছুটা ভিন্ন। আপনি যেখানেই খেলুন না কেন ওয়ানডে ক্রিকেটে আপনাকে সুশৃঙ্খল হতে হবে। বোলিং ইউনিট হিসেবে নিয়ন্ত্রিত বোলিং করতে হবে যে ধরনের উইকেটই হোক। দুটি জায়গা নিয়েই আমরা সচেতন। তাই আমরা এটা ভালোভাবে সামঞ্জস্য করতে যথাসাধ্য চেষ্টা করবো।'



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball