বিশ্বকাপে ওপেনিংয়ের দৌড়ে আছেন মার্শও

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
সাউথ আফ্রিকাকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। এবারই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন মিচেল মার্শ। দলের দায়িত্ব পেয়ে সিরিজ জুড়ে ব্যাট হাতেও পারফর্ম করেছেন তিনি। টানা দুই ম্যাচে পেয়েছেন হাফ সেঞ্চুরি।
আর তাতে সিরিজ নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। সিরিজের শেষ ম্যাচে ১৫ রান করলেও তার ব্যাটিংয়ের মানসিকতার প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত প্রধান কোচ মাইকেল ডি ভেনুতো। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিকল্প ওপেনার হিসেবেও মার্শকে বিবেচনায় রাখছেন তিনি।

নিয়মিত ওপেনার হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। তাদের মধ্যে যে কেউ চোটে পড়লে বা টানা বাজে ফর্মে থাকলে বিকল্প কে হবে না নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ভেনুতো মনে করেন মার্শই এক্ষেত্রে অস্ট্রেলিয়ার সমাধান হতে পারেন।
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১৩ মার্চ ২৫
এ প্রসঙ্গে ভেনুতো বলেন, 'আপনি যদি বিশ্বকাপের দিকে তাকান তাহলে দেখবেন ডেভিড ওয়ার্নার দলে ফিরবে। দারুণ ফর্মে আছে মিচেল মার্শ ও ট্রাভিস হেড। তারা সকলেই বিশ্বকাপে ওপেনিং করার জন্য এগিয়ে থাকবেন। আজ রাতে (গতকাল) ট্রেভ (হেড) সত্যিই দারুণ খেলেছে। সে (ক্রিজে) স্থির থেকে বলের যোগ্যতা অনুযায়ী খেলেছে। সে মাঠের চারপাশেই শট খেলতে পারে।'
মার্শে এমন ব্যাটিং অজিদের টপ অর্ডারে বাড়তি শক্তি যোগ করেছে ঠিকই তবে মিডল অর্ডার ব্যাটাররা গ্লেন ম্যাক্সওয়েলের শূন্যতা পূরণ করতে পারছেন না। ম্যাক্সওয়েল এখনও সম্পূর্ণ ফিট হতে পারেনি। যা অজিদের জন্য কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। ম্যাক্সওয়েল নিজে অবশ্য ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই ফিরতে আশাবাদী।
ম্যাক্সওয়েল বলেছেন, 'আমি এখনও ভারত সিরিজে কিছু ম্যাচ খেলতে আশাবাদী। তবে এটা নিয়ে আমি কোনো চাপ নিচ্ছি না। নির্বাচক এবং স্টাফরা বেশ দুর্দান্ত। তারাও আমাকে চাপ দিচ্ছেন না। তারা আমাকে খুব বেশি চাপ দিচ্ছেন না কারণ তারা জানেন বিশ্বকাপের আগে বাড়তি সময় আছে।'