ক্রিকেট অস্ট্রেলিয়ার সাহস নেই হ্যাজেলউডের আইপিএল আটকানোর: ক্লার্ক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
'ভারত চ্যাম্পিয়ন, রোহিত সেরা ব্যাটার', ক্লার্কের ভবিষ্যদ্বাণী
১৮ ফেব্রুয়ারি ২৫
ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন জশ হ্যাজেলউড। চোট সেরে না ওঠায় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারেননি এই অজি পেসার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
যদিও আইপিএলের শুরু থেকে দলটির সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। তাকে ছাড়াই ৮ ম্যাচ খেলে ফেলেছে ফাফ ডু প্লেসির দল। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। ৩ ওভার বল করে তিনি ১৫ রানে ২ উইকেট নিয়েছেন।

বেঙ্গালুরুর ১৮ রানের জয়ে হ্যাজেলউডের মিতব্যয়ী বোলিং বেশ ভালোভাবেই কাজে লেগেছে। যদিও ইনজুরি পুরোপুরি সেরে না ওঠার পরও খেলতে হ্যাজেলউড খেলতে নামায় ক্ষেপেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজ থাকার পরও তার এমন ঝুঁকি উচিত হয়নি বলে মনে করেন তিনি।
ফক্স স্পোর্টসের সঙ্গে এক আলাপচারিতায় হ্যাজেলউড বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন সে (হ্যাজেলউড) আইপিএলে মাঠে নামতে গেল! আমি জানি না কেন অস্ট্রেলিয়ায় থেকে টেস্ট ক্রিকেটের প্রস্তুতি নেয়ার কথা ভাবল না। আমি সত্যিই বুঝতে পারছি না যে, এই মুহূর্তে তিন-চার ওভার বল করাটা অ্যাশেজের সেরা প্রস্তুতি হতে পারে কিনা। বিশেষ করে যে ধরণের চোট থেকে সদ্য সেরে উঠেছেস এবং যতটা দীর্ঘ সময় ও টেস্ট ক্রিকেট থেকে দূরে রয়েছে।'
ক্রিকেট অস্ট্রেলিয়াকেও এক হাত নিয়েছেন ক্লার্ক। তিনি মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখের ওপর কথা বলার সাহস নেই অস্ট্রেলিয়ার। তাই জাতীয় দলের স্বার্থ বিবেচনা করে নিজের দেশের ক্রিকেটারদের আইপিএল খেলা আটকাতে পাচ্ছেন না তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে এখনই হ্যাজেলউডকে আটকাতে পারে। তারা ক্রিকেটারদের আইপিএল খেলতে যাওয়া থেকে বিরত করতেই পারে। তবে এটা ভারত। আটকাতে যাবে মাথা খারাপ নাকি! ভারতকে কেউ না বলতে পারে না।’
অজি ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়ে ক্লার্ক বলেন, ‘যতক্ষণ না ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, ঠিক আছে, আইপিএল তোমাকে ৮ সপ্তাহের জন্য ৩ মিলিয়ন ডলার দিচ্ছে, আমরা তোমাকে সেই ৩ মিলিয়ন ডলার দিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে থাকো এবং আমাদের সঙ্গে অনুশীলন করো, ততক্ষণ পর্যন্ত ছবিটা বদলাবে না।’