promotional_ad

বাবরের জন্য জীবন দিতে প্রস্তুত শান মাসুদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান-শান মাসুদ

৯ জুন ২৫
শান মাসুদ (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে)

বর্তমান সময়ে পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম। তার অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ করছে পাকিস্তান দল। যদিও বিভিন্ন সময় তার ব্যাটিংয়ের ধরণ নিয়ে সমালোচনা হয়। অনেক সময় সতীর্থদের আগলে রেখেও সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।


এমন অধিনায়কের জন্য জীবন দিতে প্রস্তুত পাকিস্তানের আরেক ক্রিকেটার শান মাসুদ। বিভিন্ন গুঞ্জন থাকলেও কদিন আগে গণমাধ্যমে বাবরের প্রশংসা করেছিলেন শাদাব খান। ক্রিকেটারদের সঙ্গে বাবরের ভালো সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। তার সুরেই এবার কথা বলেছেন শান।


promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমরা আমাদের জীবন দিতে তখনও প্রস্তুত ছিলাম যখন সরফরাজ আহমেদ অধিনায়ক ছিল। আর এখন বাবর আজম আমাদের অধিনায়ক, আমি তার জন্যও আমার জীবন দিতে প্রস্তুত। সে একজন অনবদ্য অধিনায়ক। দলের সমর্থন তার সবসময়ে প্রয়োজন। আমাদের প্রত্যেকের লক্ষ্য জাতীয় দলের হয়ে সেরাটা দেওয়া।'


গণমাধ্যমে বাবরকে নিয়ে সমালোচনা চোখ এড়ায়নি শানের। তিনি জানিয়েছেন, এগুলো তারা গুরুত্ব দেন না। দেশের হয়ে খেলাটাই তাদের কাছে বেশি প্রাধান্য পায় বলে নিশ্চিত করেছেন শান। এসব চলতেই থাকবে তাই এগুলো নিয়ে কথা বলতে চান না তিনি।


শান বলেন, 'আমরা সমালোচনাগুলো সংবাদমাধ্যমে দেখি। তবে বিষয়গুলো আমরা গায়ে মাখি ???া। আমাদের একমাত্র লক্ষ্য দেশের হয়ে খেলা। সমালোচনা তো চলতেই থাকবে। এসব গায়ে মাখলে চলবে না। সবাই তো আর আমাদের পক্ষে কথা বলবে না। এটাও মেনে নিতে হবে।'


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে পেশোয়ার জালমির অধিনায়কত্ব করছেন বাবর। এরই মধ্যে চার ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে আছে দলটি। ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন বাবরও। ৭ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৮ গড়ে ২২৮ রান।


এদিকে শান মাসুদও দারুণ ফর্মে রয়েছেন ৮ ম্যাচে ২৩১ রান এসেছে তার ব্যাট থেকে। এর মধ্যে মঙ্গলবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনি ৫০ বলে ৭৫ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন। এর আগে তিনি আরেকটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন করাচি কিংসের বিপক্ষে। পিএসএল শেষে দুজনকেই এক সঙ্গে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে আফগানিস্তানের বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball